কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, তারালী মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপাল চন্দ্র গাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।
সহকারী শিক্ষক আব্দুল আলিম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সহকারী শিক্ষক শরিফুল আজাদ, আব্দুল্যাহ আল হাসান, আহসানুল আলম লাভলু, মো. রোকনুজ্জামান, আখিসির আহমেদ, প্রাক্তন শিক্ষার্থী নিগার সুলতানা, কেয়া প্রমুখ। অনুষ্ঠান থেকে প্রধান অতিথি অনুজা মন্ডল বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এসময় বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।এছাড়াও তারালী মাধ্যমিক বিদ্যালয়, দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, পারুলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দারুল উলুম চৌমুহনী ফাজিল মাদ্রাসাসহ বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক বিদ্যলয় ও মাদ্রাসায় আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ করা হয়েছে। এ সময় মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।