শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদরে অবস্থিত ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর সোমবার সকালে বিদ্যালয়ের হল রুমে বিদ্যালয় কর্তৃপক্ষ ওই অনুষ্ঠানের আয়োজন করে। ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী শিক্ষক রোস্তম আলী ও হাসনা হেনাসহ অন্যান্য শিক্ষকগণ। অনুষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী এবং সর্বোচ্চ নম্বর অর্জনকারী শিক্ষার্থীদেরকে বিদ্যালয়ের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
১৯ ঘন্টা ৭ মিনিট আগে
২০ ঘন্টা ২২ মিনিট আগে
১ দিন ৭ মিনিট আগে
১ দিন ৩ ঘন্টা ২৬ মিনিট আগে
১ দিন ৪ ঘন্টা ০ মিনিট আগে
১ দিন ১৪ ঘন্টা ৪২ মিনিট আগে
২ দিন ১৯ ঘন্টা ২৬ মিনিট আগে
৩ দিন ৩ ঘন্টা ৪২ মিনিট আগে