বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) এর সর্বস্তরের জনসাধারণসহ দেশ ও প্রবাসে বসবাসরত সকল শুভাকাঙ্খীদের ইংরেজি নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় শরীফ উদ্দিন বলেন, ইংরেজী নববর্ষ সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক-এই কামনা করি। শুভ নববর্ষ।
“নতুন বছর আসে নতুন বার্তা নিয়ে। গেল বছরের সকল গ্লানি, হতাশা, অপ্রাপ্তি ঝেড়ে ফেলে নবউদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে ইংরেজী নববর্ষ-২০২৫ কে স্বাগত জানাচ্ছে বিশ্ববাসী। অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে সামনের দিকে। দেশ ও বিশ্ব শান্তির লক্ষ্যে কাজ করতে হবে একতাবদ্ধ হয়ে।
দেশের জনগণ ইংরেজী নববর্ষ-২০২৫ কে স্বাগত জানাচ্ছে দুর্নীতি ও দুঃশাসনমুক্ত দেশে গণতন্ত্র এবং সুশাসনকে আলিঙ্গন করার প্রত্যয় নিয়ে। নতুন বছরে বাংলাদেশ দুঃশাসনমুক্ত হোক, গণতন্ত্রের আলোয় উদ্ভাসিত হোক, জনগণের ভোটাধিকার ও সুশাসন প্রতিষ্ঠা হোক এবং সকলে ঐক্যবদ্ধভাবে জনপ্রত্যাশিত শক্তিশালী গণমুখী রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন, সরকারি প্রতিষ্ঠানগুলো শক্তিশালী, অর্থনীতি পুনরুজ্জীবিত এবং জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিতে একটি ঐক্যবদ্ধ জাতি প্রতিষ্ঠার লক্ষ্যে যাত্রা শুরু হোক-এই আমাদের প্রত্যাশা।
ইংরেজী নতুন বছর-২০২৫ সকলের জন্য হয়ে উঠুক আনন্দময়, সাফল্য ও সমৃদ্ধির, আমি এ কামনা করি।
আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।”