শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ বৃহস্পতিবার ২ জানুয়ারি ২০২৫ উপজেলা প্রশাসনের আয়োজনে ৫১ দিন তারুণ্যের উৎসবের কার্যক্রম শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক সৈয়দ আলী খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে তারুণ্যের উৎসব শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। শরীরচর্চা শিক্ষক হারুন অর রশিদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলম, জনস্বাস্থ্য প্রকৌশলী ইলিয়াস শাহ সারোয়ার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফারহানা পারভীন, সিনিয়র সহকারী শিক্ষক রোস্তম আলীসহ অন্যান্য সরকারি কর্মকর্তাগণ। উদ্বোধন শেষে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্য নিয়ে স্কুল মাঠ ও সদর বাজারের ড্রেন পরিষ্কার, মশক নিধন স্প্রেসহ জলাবদ্ধতা নিরসন কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় ইউএনওসহ সরকারি কর্মকর্তাগণ পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে অংশ নেন। পরে ৭ম শ্রেণির তিনজন শিক্ষার্থীকে নতুন বছরের বই উপহার হিসেবে তুলে দেন অতিথিরা। এসময় ইউএনও মো. আশরাফুল আলম রাসেল নৈতিকতা রক্ষা করে সুনাগরিক হিসাবে গড়ে উঠে ছোটদের স্নেহ, বড়দের শ্রদ্ধা করে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে বৈষম্যহীন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে লেখাপড়ায় মনোযোগী হওয়ার পরামর্শ প্রদান করেন শিক্ষার্থীদের প্রতি।
১৬ ঘন্টা ৩১ মিনিট আগে
১৭ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৯ ঘন্টা ৬ মিনিট আগে
১৯ ঘন্টা ৭ মিনিট আগে
১৯ ঘন্টা ১৯ মিনিট আগে
১৯ ঘন্টা ৫০ মিনিট আগে
২০ ঘন্টা ২২ মিনিট আগে