“নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য ওয়াকাথন বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়। মুক্ত আড্ডায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার সানজা হোসাইন সানী, উপজেলা মহিলা বিষয়ক অফিসার আশরাফুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাজীবুল ইসলাম প্রমুখ। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শাহীন আলম, সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
১৬ ঘন্টা ৩১ মিনিট আগে
১৭ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৯ ঘন্টা ৬ মিনিট আগে
১৯ ঘন্টা ৭ মিনিট আগে
১৯ ঘন্টা ১৯ মিনিট আগে
১৯ ঘন্টা ৫০ মিনিট আগে
২০ ঘন্টা ২১ মিনিট আগে