নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে শেরপুরের ঝিনাইগাতীতে আন্তঃস্কুল ও আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ৭ জানুয়ারি মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হল রুমে এই বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। এ প্রতিযোগিতায় ৬টি স্কুল ও ৩টি কলেজ অংশগ্রহণ করে। জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ (স্কুল পর্যায়ে) ও ডেঙ্গু মোকাবেলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যক্তিগত সচেতনতা অধিক গুরুত্বপূর্ণ (কলেজ পর্যায়ে) এ প্রতিপাদ্যে অনুষ্ঠিত প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ পর্যায়ে ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রি কলেজ বিজয়ী হয়েছে। এসময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং অংশগ্রহণকারী স্কুল ও কলেজের শিক্ষকগণ ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ।
১৬ ঘন্টা ৩১ মিনিট আগে
১৭ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৯ ঘন্টা ৬ মিনিট আগে
১৯ ঘন্টা ৭ মিনিট আগে
১৯ ঘন্টা ১৯ মিনিট আগে
১৯ ঘন্টা ৫০ মিনিট আগে
২০ ঘন্টা ২২ মিনিট আগে