শেরপুরের ঝিনাইগাতীতে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। এসময় তিনি বলেন, ‘তারুণ্যের উৎসবে তরুণদের খেলাধুলার মধ্য দিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।’ ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আলী খানের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে ধানশাইল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, নলকুড়া ইউপি চেয়ারম্যান রুকনুজ্জামান, ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক রোস্তম আলী, শরীরচর্চা শিক্ষক হারুন অর রশিদ, সদর ইউপি সদস্য জাহিদুল হক মনিরসহ বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের ফাইনালে নলকুড়া ইউনিয়নকে হারিয়ে ঝিনাইগাতী সদর ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন অতিথিগণ। এ ভলিবল টুর্নামেন্টে ৪টি দল অংশগ্রহণ করে। দলগুলো হচ্ছে ঝিনাইগাতী সদর ইউনিয়ন, নলকুড়া ইউনিয়ন, মালিঝিকান্দা ইউনিয়ন ও ধানশাইল ইউনিয়ন। এর আগে তারুণ্যের উৎসব উপলক্ষে ব্যাডমিন্টন ও ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
১৬ ঘন্টা ৩০ মিনিট আগে
১৭ ঘন্টা ৩৬ মিনিট আগে
১৯ ঘন্টা ৫ মিনিট আগে
১৯ ঘন্টা ৬ মিনিট আগে
১৯ ঘন্টা ১৮ মিনিট আগে
১৯ ঘন্টা ৪৯ মিনিট আগে
২০ ঘন্টা ২০ মিনিট আগে