শেরপুরের ঝিনাইগাতীতে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ উপলক্ষ্যে উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জানুয়ারি বুধবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার মো. জহিরুল হকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (ওসি) আল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল। এছাড়াও জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, আনসার ভিডিপির কর্মকর্তা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। আগামী ২০ জানুয়ারি হতে ৩ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত উপজেলার ৭টি ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে নির্ধারিত ১৫ জন সুপারভাইজার এবং ৭০ জন তথ্য সংগ্রহকারীর মাধ্যমে তথ্য সংগ্রহ করা হবে। ২০ মার্চ হতে ৮ এপ্রিল পর্যন্ত সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, স্কুল ও মাদ্রাসায় ছবি তোলা হবে।
১৬ ঘন্টা ৩০ মিনিট আগে
১৭ ঘন্টা ৩৬ মিনিট আগে
১৯ ঘন্টা ৫ মিনিট আগে
১৯ ঘন্টা ৬ মিনিট আগে
১৯ ঘন্টা ১৮ মিনিট আগে
১৯ ঘন্টা ৪৯ মিনিট আগে
২০ ঘন্টা ২০ মিনিট আগে