মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুকুর পাড়ের জালে আটকে পড়া একটি দাঁড়াশ সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
শনিবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে সাত ফুট লম্বা দাঁড়াশ সাপটি উপজেলার নোয়াগাঁও আখতাপাড়া গ্রামের সুরুজ মিয়ার পুকুর পাড়ের জালে আটকে পড়ে।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, সুরুজ মিয়ার পুকুর পাড়ের জালে এ সাপটি ধরা পড়ে। স্বপন দেব সজল জানান, শনিবার বিকেলে শফিক মিয়া নামে এক ব্যক্তি আমাকে ফোন করে জানান যে, বিশাল আকৃতির একটি সাপ সুরুজ মিয়ার পুকুর পাড়ের জালে আটকে গেছে। বিষধর সাপ ভেবে গ্রামের লোকজন জড়ো হয়েছেন সেটি মেরে ফেলতে। খবর পেয়ে আমি ও পরিবেশকর্মী রাজদীপ দেব দ্রতত ঘটনাস্থলে যাই এবং ঘন্টাখানেক চেষ্টা চালিয়ে আটকে পড়া সাপটিকে জাল থেকে উদ্ধার করি। তিনি বলেন, দাঁড়াশ সাপটি লম্বায় সাত ফুটের মতো। মৃত্যুর মুখ থেকে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পরে বন বিভাগে হস্তান্তর করি।
বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ এর তফসিল-১ অনুযায়ী সাপটি সংরক্ষিত। তাই এটি হত্যা বা এর কোনো ক্ষতি করা দন্ডনীয় অপরাধ।
প্রাণী বিশেষজ্ঞদের মতে দাঁড়াশ সাপ এর প্রধান খাদ্য ইঁদুর, টিকটিকি, ব্যাঙ, ছোট কচ্ছপ ইত্যাদি। তাই সাপটি কৃষকের বন্ধু বলে পরিচিত।
১৫ ঘন্টা ১৪ মিনিট আগে
১৬ ঘন্টা ২৮ মিনিট আগে
২০ ঘন্টা ১৪ মিনিট আগে
২৩ ঘন্টা ৩৩ মিনিট আগে
১ দিন ৬ মিনিট আগে
১ দিন ১০ ঘন্টা ৪৯ মিনিট আগে
২ দিন ১৫ ঘন্টা ৩৩ মিনিট আগে
২ দিন ২৩ ঘন্টা ৪৯ মিনিট আগে