জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনার দুর্গম চরে গভীর রাতে অভিযান চালিয়ে যাত্রা ও জুয়া খেলার প্যান্ডেল আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছেন ইসলামপুর থানা-পুলিশ।
গত সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বেলগাছা ইউনিয়নের যমুনা নদীর দুর্গম অঞ্চলের শীলদহ এলাকায় আয়োজিত যাত্রা ও জুয়া খেলার আসর পুড়িয়ে দেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল।
স্থানীয় সুত্রে জানা যায়, কয়েকদিন থেকেই রাত ১২টার পর যাত্রা পালার নামে এখানে অশ্লীল নাচ এবং জুয়া খেলার আসর চলছিল। প্রশাসনের কোনো অনুমতি না নিয়েই স্থানীয় একটি কুচক্রী মহল অশ্লীল নাচ এবং জুয়া খেলার আসর চালিয়ে আসছিল। এতে এলাকার সুধী মহল বাঁধা দিলেও তোয়াক্কা না করছিল না তারা। ফলে যুবসমাজ বিপদগ্রস্ত হওয়াসহ এলাকায় মাদক কারবারী, চুরি, ডাকাতি বৃদ্ধি সম্ভাবনা রয়েছে বলে সচেতন এলাকাবাসী অভিযোগ তোলেন। পরে তারা বিষয়টি থানা-পুলিশকে খবর দিলে গভীর রাতে অভিযান চালিয়ে যাত্রার প্যান্ডেল ও জুয়া খেলার আসর আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
ইসলামপুর থানার ওসি মো. সাইফুল্লাহ সাইফ বলেন, 'আমরা ঘটনাস্থলে গিয়ে নির্মিত যাত্রা প্যান্ডেল এবং জুয়া খেলার আসর আগুনে পুড়িয়ে দিয়েছি। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুর রহমান বলেন, প্রশাসনের অনুমতি ছাড়াই বেলগাছা ইউনিয়নের শীলদহ এলাকায় যাত্রার নামে জুয়া এবং অশ্লীল নাচ গান হচ্ছে এমন অভিযোগ আসে। থানা-পুলিশকে তা বন্ধের ব্যবস্থা নিতে বললে এ অভিযান চালানো হয়। আমরা যেকোনো ধরনের অসামাজিক কার্যকলাপ বন্ধ রাখতে বদ্ধপরিকর। '
১১ ঘন্টা ৩১ মিনিট আগে
১২ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৬ ঘন্টা ৩১ মিনিট আগে
১৯ ঘন্টা ৫০ মিনিট আগে
২০ ঘন্টা ২৪ মিনিট আগে
২ দিন ১১ ঘন্টা ৫০ মিনিট আগে
২ দিন ২০ ঘন্টা ৬ মিনিট আগে