বাইক্কা বিল মৎস্য অভয়াশ্রম সংশ্লিষ্ট সুফলভোগীদের সঙ্গে মতবিনিময়
দেশীয় মাছ সংরক্ষণে গুরুত্ব দিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, প্রাকৃতিক মাছের উৎপাদন কমে যাচ্ছে, যা রোধ করতে অভয়াশ্রম তৈরি ও সংরক্ষণ জরুরি।
রোববার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাইক্কা বিল মৎস্য অভয়াশ্রম সংশ্লিষ্ট সুফলভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা শুধু ফিসারিজের ওপর নির্ভর না করে দেশীয় মাছের উৎপাদন বাড়াতে হবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে এবং স্থানীয়ভাবে আরও উদ্যোগ নেওয়া দরকার। তিনি আরও বলেন, অভয়াশ্রম তৈরির পাশাপাশি সেগুলোর সুরক্ষা নিশ্চিত করতে হবে।
উপদেষ্টা বলেন, মৎস্যসম্পদ রক্ষার কাজে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করতে হবে। সন্তানদের শহরমুখী না করে গ্রামের জীবিকা উন্নয়নে উদ্বুদ্ধ করা উচিত। অভয়াশ্রম রক্ষার মাধ্যমে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
তিনি বলেন, বাইক্কা বিলের ১১৮ হেক্টর স্থায়ী অভয়াশ্রমের সঙ্গে আরও পাঁচ হেক্টর ভূমি অন্তর্ভুক্ত করার দাবি রয়েছে, যা সরকার বিবেচনা করবে। পাশাপাশি দাদুরিয়া বিল খননের উদ্যোগ নেওয়া হবে, তবে এসব কাজে বিভিন্ন মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে। স্থানীয় নীতিনির্ধারকদের সঙ্গে সমন্বয় করেই সিদ্ধান্ত নিতে হবে।
তিনি আরও বলেন, বর্ষায় নেট দিয়ে হাওরের মাছ আটকে রাখা অন্যায়। মাছ স্বাভাবিক পরিবেশে চলাচল করতে না পারলে প্রজনন ব্যাহত হবে, যা দীর্ঘমেয়াদে মৎস্য সম্পদের ক্ষতি করবে। এছাড়া, বাইক্কা বিলে পর্যটকদের কারণে পরিবেশ নষ্ট হচ্ছে। মাছ ও পাখির নিরাপত্তার জন্য পর্যটন নিষিদ্ধ করা যেতে পারে।
তিনি বলেন, পলিথিনসহ নানা বর্জ্য দূষণের জন্যও দায়ী দর্শনার্থীরা, যা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। হাওরের পাখি শিকার বন্ধ করতে হবে। এটি নির্মম ও অমানবিক কাজ, যা প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে। আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিতে হবে।
মতবিনিময় সভা শেষে বাইক্কা বিল মৎস্য অভয়াশ্রম পরিদর্শন করেন উপদেষ্টা ফরিদা আক্তার। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. আবু নঈম মোহাম্মদ আব্দুছ ছবুর, মৎস্য অধিশাখার যুগ্ম সচিব শাহীনা ফেরদৌসি, উপদেষ্টার সহকারী একান্ত সচিব মোহাম্মদ আলী আকবর, সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মামুন হাসানসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৫ ঘন্টা ২১ মিনিট আগে
১৬ ঘন্টা ৩৬ মিনিট আগে
২০ ঘন্টা ২১ মিনিট আগে
২৩ ঘন্টা ৪০ মিনিট আগে
১ দিন ১৪ মিনিট আগে
১ দিন ১০ ঘন্টা ৫৬ মিনিট আগে
২ দিন ১৫ ঘন্টা ৪০ মিনিট আগে
২ দিন ২৩ ঘন্টা ৫৬ মিনিট আগে