শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি.-এর ২৬তম বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ২৪ ফেব্রুয়ারি সোমবার দিনব্যাপী সমিতির মালিকানাধীন প্রস্তাবিত আদর্শ রিসোর্ট সেন্টার ও মানবসম্পদ উন্নয়ন কেন্দ্র শালচূড়ায় এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছালেহ আহাম্মদের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক আজাদ মিয়ার সঞ্চালনায় সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। এসময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সংগঠনের প্রধান উপদেষ্টা আমিনুল ইসলাম বাদশা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা সমবায় অফিসার সাহাদত হোসেন, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমিন, উপজেলা সমবায় অফিসার রুকুনুজ্জামান, কালব-এর জেলা ব্যবস্থাপক সোলাইমান হোসেন টগর, ঝিনাইগাতী বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আলহাজ্ব মোখলেছুর রহমান খান মক্কু, জেলা সমবায় পরিদর্শক আলিমুল আজিম, সংগঠনের সহ-সভাপতি জাফর ইকবাল, রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মঞ্জুরুল হক, সংগঠনের চীফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) শাহজাহান সিরাজসহ অন্যান্যরা। সাধারণ সভায় সমিতির বার্ষিক আয়-ব্যয় ও সার্বিক কার্যক্রমের বিস্তারিত তুলে ধরা হয়। অনুষ্ঠান শুরুর আগে সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথি ইউএনও আশরাফুল আলম রাসেলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠান শেষে সদস্যদের মধ্যে এক র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
১৬ ঘন্টা ৩১ মিনিট আগে
১৭ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৯ ঘন্টা ৬ মিনিট আগে
১৯ ঘন্টা ৭ মিনিট আগে
১৯ ঘন্টা ১৯ মিনিট আগে
১৯ ঘন্টা ৫০ মিনিট আগে
২০ ঘন্টা ২১ মিনিট আগে