দেশের বিভিন্ন স্থানে ক্রমবর্ধমান ধর্ষণের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা যুব ফোরাম। স্বাবলম্বী উন্নয়ন সমিতি কর্তৃক বাস্তবায়নাধীন আস্থা প্রকল্পের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বুধবার (২৬ ফেব্রুয়ারি) শ্রীবরদী উপজেলার তেনাচিড়া বাজারে এই মানববন্ধনে অংশগ্রহণ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, নাগরিক সমাজের প্রতিনিধি, যুব ফোরাম, নাগরিক প্লাটফর্মের সদস্যবৃন্দ। যুব ফোরাম শ্রীবরদীর আহ্বায়ক শাহিন মিয়া বলেন, আমরা একত্র হয়ে ধর্ষণ, নারী নির্যাতন ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাই আওয়াজ তুলবো। মানববন্ধনে অংশ নেওয়া নাগরিক প্লাটফর্ম, শেরপুরের সদস্য প্রভাষক ও কবি একে আজাদ সরকার বলেন, ‘ফেসবুক, নিউজপেপারে চোখ বুলাতেই দেখি ধর্ষণের নিউজ, হত্যাকাণ্ডের নিউজ। নাগরিক হিসেবে নিজের দেশে শান্তিপূর্ণ জীবনযাপন চাওয়াই কি আমাদের অপরাধ? আমরা চাই প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর হস্তে এসব অপরাধ দমন করুক এবং দ্রুততম সময়ে সকল ধর্ষণের বিচার কার্যকর হোক।’ মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা সবাই মিলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
১৬ ঘন্টা ৩১ মিনিট আগে
১৭ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৯ ঘন্টা ৬ মিনিট আগে
১৯ ঘন্টা ৭ মিনিট আগে
১৯ ঘন্টা ১৯ মিনিট আগে
১৯ ঘন্টা ৫০ মিনিট আগে
২০ ঘন্টা ২১ মিনিট আগে