শেরপুরের ঝিনাইগাতীতে আসন্ন পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা, যথাযোগ্য মর্যাদা ও শান্তিপূর্ণ পরিবেশে সিয়াম সাধনা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্বাভাবিক রাখার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক, পুলিশ পরিদর্শক (তদন্ত) আজম মিয়াসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সভায় পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নিরাপদ খাদ্যের নিশ্চিতকরণের প্রতি গুরুত্ব আরোপ করে সভার সভাপতি ইউএনও মো. আশরাফুল আলম রাসেল তাঁর বক্তব্যে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও সংযম পালনকালে রোজাদারগণের কষ্ট লাঘবে সার্বিক প্রস্তুতি গ্রহণের জন্য সংশ্লিষ্ট অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানান ও গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।
১৬ ঘন্টা ৩১ মিনিট আগে
১৭ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৯ ঘন্টা ৬ মিনিট আগে
১৯ ঘন্টা ৭ মিনিট আগে
১৯ ঘন্টা ১৯ মিনিট আগে
১৯ ঘন্টা ৫০ মিনিট আগে
২০ ঘন্টা ২১ মিনিট আগে