রূপান্তর আয়োজনে আশ্বাস প্রকল্পের আওতায় উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির ডায়ালগ মিটিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০.৩০ টায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সন্মেলন কক্ষে এ ডায়লগ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার অনূজা মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠাননে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন । স্বাগত বক্তব্যে সভার উদ্দেশ্য সম্পর্কে বর্ণনা করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্য সচিব অর্না চক্রবর্তী। আশ্বাস প্রকল্পের প্রোগাম অফিসার দীপ্তি রায়ের সঞ্চালনায় প্রকল্পের কার্যক্রম ও মানব পাচার প্রতিরোধ কমিটির ৩ মাসের পরিকল্পনা সম্পর্কে আলোচনা করা হয়।
মানবপাচার প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও কমিটির সদস্যদের দায়িত্ব এবং সারভাইভারদের সুরক্ষার জন্য করণীয় বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার অনূজা মন্ডল। তিনি বলেন, মানবপাচার প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিকল্পনা অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরসমূহ মানব পাচার ও অভিবাসন প্রতিরোধে গৃহীত কার্যক্রম সমূহ যথাযথভাবে করার উদ্যোগ নেবেন। একই সাথে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধির জন্য নিজ উদ্যোগে স্কুল, কলেজ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে পাচার প্রতিরোধ বিষয়ক তথ্য প্রদান করাতে হবে। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রতনপুর ইউ পি চেয়ারম্যান মোঃ আলিম আল রাজি, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী , প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু ও প্রভাষক মোঃ মইনুল ইসলাম। রূপান্তরের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ সমন্বয়কারী সুমন চন্দ্র চন্দ ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কমিউনিটি ফ্যাসিলিটেটর কুমারেশ চন্দ্র মন্ডল।
উল্লেখ্য, আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড আ্যম্বাসিডরের সহযোগীতায় ও উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে রূপান্তর সাতক্ষীরা জেলায় বাস্তবায়ন করছে।