গাজীপুরে মহুয়া কমিউটার ট্রেনে আগুন ভ্যান চালককে খুন করে পালানোর সময় ডাকাত গ্রেফতার নন্দীগ্রামে দিগন্ত ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশুসহ আহত-৬ গাইবান্ধায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে হামলাকারীর বিরুদ্ধে মানববন্ধন। বানারীপাড়ায় গোসল করতে নেমে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিখোঁজ সেনবাগে কর্মরত সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র ঢাকাস্থ ঝিনাইগাতী যুব ফোরামের উন্নয়ন সংলাপ ও ঈদ পুনর্মিলনী আদমদীঘিতে যৌথ বাহিনীর অভিযানে বার্মিজ চাকুসহ আটক ১ মিল্লাত অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জের ঈদ পূনর্মীলনী অনুষ্ঠিত। লালপুর মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে জয় বাংলা স্লোগান লেখা ফুচকা খেয়ে অভয়নগরে ২১৩ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ঈদের ছুটিতে সুন্দরবনে রাশিয়ার রাষ্ট্রদূতসহ দেশী-বিদেশী পর্যটকের ভিড় কুতুবদিয়া সমুদ্র সৈকতে ভ্রমণ পিপাসু মানুষের ঈদ আনন্দ-উচ্ছাস উখিয়ায় মাদক কারবারি ইমাম হোসেন আটক শিক্ষার্থী ও দুরারোগ্য আক্রান্ত ব্যক্তিদের সহায়তা প্রদান চৌদ্দগ্রামে তারেক রহমানের ঈদ উপহার পেলে শহীদ আইয়ুবের পরিবার সাতক্ষীরায় পাটকেলঘাটায় আলামিন ফাজিল মাদ্রাসার ৪০ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠিত

মুড়ি মাখায় জিলাপি: পক্ষে না বিপক্ষে?

বাংলার খাবার সংস্কৃতি চিরকালই বৈচিত্র্যময়। ভাত-মাছের ঐতিহ্যগত স্বাদ থেকে শুরু করে চটপটি-ফুচকা কিংবা ফাস্ট ফুডের আধুনিক ঢেউ, সবই জায়গা করে নিয়েছে আমাদের খাদ্যতালিকায়। তবে সম্প্রতি এক নতুন খাদ্য সংমিশ্রণ নিয়ে শুরু হয়েছে আলোচনার ঝড় "মুড়ি মাখায় জিলাপি"।


একদল বলছেন, এটি নতুন স্বাদের এক দুর্দান্ত সংযোজন, যেখানে মিষ্টি ও ঝালের অনন্য সমন্বয় পাওয়া যায়। আরেক দল একে দেখছেন রুচির বিপর্যয় হিসেবে, যারা মনে করেন, মুড়ির লবণাক্ততা আর জিলাপির তীব্র মিষ্টি স্বাদ একসঙ্গে যায় না।


খাবারের নতুন সংমিশ্রণের পেছনে মূলত দু'টি কারণ কাজ করে, প্রয়োজন এবং কৌতূহল। কোনো নতুন আইডিয়া যদি স্বাদে ভালো লাগে, তাহলে তা ধীরে ধীরে জনপ্রিয়তা পেয়ে যায়। আমাদের দেশে মুড়ি মাখার প্রচলন বহু পুরোনো। মুড়ির সঙ্গে চপ, বেগুনি, ডালপুরি, সস, এমনকি টক-মিষ্টি চাটনি মিশিয়ে খাওয়ার অভ্যাস অনেকেরই আছে। কিন্তু জিলাপির মতো খাঁটি মিষ্টির সঙ্গে মুড়ির সংযোগ বেশ অবাক করার মতো।


যাঁরা এটি খেয়েছেন, তাঁদের মতামত বিভিন্ন রকম। রাজশাহীর সাহেববাজারে ইফতার কিনতে আসা আরিফুল ইসলাম মনে করেন, জিলাপির মিষ্টতা এবং মুড়ির হালকা নোনতা স্বাদ একসঙ্গে খেলে চমৎকার কনট্রাস্ট তৈরি হয়, যা খাবারকে আরও উপভোগ্য করে তোলে। জিলাপির নরম ও রসালো ভাবের সঙ্গে মুড়ির মচমচে স্বাদ আলাদা এক অনুভূতি এনে দেয়। সামান্য কাঁচা মরিচ যোগ করলে স্বাদ আরও জমে ওঠে।


ইসরাত নামে আরেকজন বলেন, চটপটির সঙ্গে মিষ্টি চাটনি যেমন জনপ্রিয়, তেমনি মুড়ির সঙ্গে জিলাপিও খাওয়া যেতে পারে। তাহলে আমি কেন মুড়িতে জিলাপি মেশাতে পারব না? এটাকে বলে স্বাদের নতুনত্ব। যারা মুড়ি মাখায় জিলাপি অপছন্দ করে তারা প্রকৃত স্বাদ কী সেটাই জানে না 


এতক্ষণ তো জিলাপি প্রেমীদের কথা বললাম। এবার ভিন্নমতের কথাও শুনি। যদিও অনেকেই এটিকে ব্যতিক্রমী স্বাদ হিসেবে গ্রহণ করছেন, তবে কিছু মানুষ এর বিরুদ্ধে সাফ কথা বলছেন, উঠেছে স্বাস্থ্যগত আপত্তিও


এস আলি দুর্জয় বলেন, ছোলা ও মুড়ি আলাদা আলাদা বা একসঙ্গে খেলে বেশ উপকার; কিন্তু ছোলা–মুড়ির সঙ্গে জিলাপি ও বিভিন্ন রকমের তেলে ভাজা চপ মেশানো খুব একটা স্বাস্থ্যসম্মত নয়। মুখরোচক হলেও ঝাল খাবারের সঙ্গে মিষ্টি জিলাপি খেলে অ্যাসিডিটিসহ নানা ধরনের সমস্যা হতে পারে।


ফারিশতা ইকবাল আনহা বলেন, মিষ্টির সঙ্গে ঝাল-নোনতা মুড়ির স্বাদ বিরোধিতা করে, জিলাপির চিনি ও মুড়ির স্বাদ একসঙ্গে খাপ খায় না, বরং  সংমিশ্রণ মুখের স্বাদ নষ্ট করে। 


এ প্রসঙ্গে জিলাপি ব্যবসায়ী আজিজা জানান, গ্রামে অনেকে ছোটবেলায় জিলাপি ভেঙে মুড়ির সঙ্গে মিশিয়ে খেতেন। এখন শহরেও এটি জনপ্রিয় হচ্ছে। তাঁর মতে, নতুন নতুন খাবারের আইডিয়া না আসলে স্বাদের বৈচিত্র্য বাড়বে কীভাবে?


মুড়ি মাখায় জিলাপি বিতর্কের একক কোনো সমাধান নেই। খাবারের ব্যাপারে রুচি একেকজনের একেক রকম হয়। কেউ যদি নতুন স্বাদ উপভোগ করতে চান, তবে একবার চেষ্টা করে দেখতে পারেন। আর যদি মনে হয়, এটি আপনার জন্য নয়, তাহলে পাশ কাটিয়ে যান। তবে একবার না খেয়ে একে বাতিল করে দেওয়া কী ঠিক হবে? সেটাই আসল প্রশ্ন! তাহলে আপনি কোন দলে পক্ষে, নাকি বিপক্ষে?

আরও খবর







deshchitro-67ebd339473e8-010425055121.webp
আনন্দ বাজারে ফারুকের দোকানে আগুন

১ দিন ১৯ ঘন্টা ১৩ মিনিট আগে