সিরিয়ার কোয়া শহরে ইসরায়েলের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই হামলায় কমপক্ষে ৭ জন নিরীহ মানুষ নিহতের পাশাপাশি কয়েক ডজন আহত হয়েছেন।
সৌদি গেজেটের এক খবরে জানা যায়, স্থানীয় সময় বুধবার (২৬ মার্চ) সৌদি কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ নিন্দা জানিয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষ আন্তর্জাতিক আইন স্পষ্ট লঙ্ঘনের মাধ্যমে সিরিয়ার পাশাপাশি এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করার অব্যাহত যে প্রচেষ্টা চালাচ্ছে তা প্রত্যাখ্যান করছে সৌদি আরব। এই অযৌক্তিক ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সৌদি আরব সিরিয়ার সঙ্গে সংহতি প্রকাশ করছে।
মন্ত্রণালয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলোকে এই অঞ্চলে চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াতে এবং আন্তর্জাতিক জবাবদিহি ব্যবস্থা সক্রিয় করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) দক্ষিণ সিরিয়ার কোয়া শহরে ইসরায়েলি হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন, যা দেশটিতে সাম্প্রতিক বেশ কয়েকটি হামলার সবশেষ ঘটনা।
৮ ঘন্টা ২২ মিনিট আগে
১ দিন ৭ ঘন্টা ৪৬ মিনিট আগে
২ দিন ৫ ঘন্টা ৫২ মিনিট আগে
২ দিন ৫ ঘন্টা ৫৩ মিনিট আগে
২ দিন ৫ ঘন্টা ৫৯ মিনিট আগে
৩ দিন ৮ ঘন্টা ৪৬ মিনিট আগে
৩ দিন ১৮ ঘন্টা ২৮ মিনিট আগে
৩ দিন ১৮ ঘন্টা ৩০ মিনিট আগে