ঢাকা-চট্টগ্রাম মহাসডকের মাতুয়াইল এলাকায় দ্রুতগামী বাসের চাপায় তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসার দুই শিক্ষার্থী নিহত হয়েছে। নিহতদের নাম মারিয়া ও জেরিন, দুজনেই মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে মাদ্রাসার সামনে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির বাস দুই ছাত্রীকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এই হৃদয়বিদারক ঘটনার পরপরই উত্তেজিত এলাকাবাসী ও সহপাঠীরা মহাসড়কে নেমে এসে সড়ক অবরোধ করেন।
বিক্ষুব্ধ জনতা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকে। এ সময় যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
উল্লেখযোগ্য যে, মাত্র কিছুদিন আগেও একই স্থানে তামিরুল মিল্লাত মাদ্রাসার এক ছাত্রী, তার বাবা ও মা একসঙ্গে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। একই স্থানে পুনরায় প্রাণঘাতী দুর্ঘটনা ঘটায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে স্থানীয় বাসিন্দারা বলেন, “এই সড়ক দুর্ঘটনা নতুন কিছু নয়। বারবার প্রাণহানির ঘটনা ঘটছে, অথচ যথাযথ ট্রাফিক ব্যবস্থাপনা বা নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে না।”
দ্রুতগতির যান নিয়ন্ত্রণ ও নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
১ ঘন্টা ৪৩ মিনিট আগে
৩ ঘন্টা ৪১ মিনিট আগে
৪ ঘন্টা ২২ মিনিট আগে
৪ ঘন্টা ৩১ মিনিট আগে
৬ ঘন্টা ১০ মিনিট আগে
৬ ঘন্টা ৩০ মিনিট আগে
৯ ঘন্টা ৫ মিনিট আগে