বাণীতে একটা কথা আছে চেষ্টা করার দায়িত্ব তোমার, আর সফলতা দেওয়ার দায়িত্ব সৃষ্টিকর্তার। চেষ্টা করে যাও, সৃষ্টিকর্তা তোমাকে সফলতা দেবেন।
ঠিক এমনিভাবে না শব্দটি'কে উড়িয়ে দিয়ে সাফল্যের দ্বারপ্রান্তে যেন চলে এসেছেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের প্রত্যন্ত এলাকার যুবকদের ফানি স্কোয়াড পরিবার। অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের মতো নিজেদের সাফল্য গড়ার লক্ষ্যে নেমে পড়েন ভিডিও বানানোর কাজে । প্রথম দিকে ভিডিও বানিয়ে তেমন একটা সাড়া ফেলতে পারেনি তারা। কিন্তু এখন প্রায় সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ফানি স্কোয়াড পরিবার।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ৭ মাস আগে মারিফুল ইসলাম এর তত্বাবধানে মুল চরিত্রে লালু রায় কে নিয়ে ভিডিও বানানোর কাজ শুরু করেন ফানি স্কোয়াড । প্রথম দিকে তেমন একটা সাড়া না পেলেও এখন মোটামুটি সাড়া পাচ্ছেন তারা। মাত্র ৬ মাসের ব্যবধানে লাখ লাখ ভিউ ছাড়িয়ে এখন মিলিয়ন ভিউয়ের ছুঁইছুঁই।
ফানি স্কোয়াড টিম এর পরিচালক মারিফুল ইসলাম জানান, চেষ্টার ফল কখনো ব্যর্থ হয় না "একবার না পারিলে দেখো শতবার" ছোট্ট একটি বাক্য, কিন্তু এর ভেতর লুকিয়ে আছে বিশাল এক জীবনের পাঠ। এটি কেবল একটি প্রবাদ নয়, এটি হলো ধৈর্য, চেষ্টা আর আত্মবিশ্বাসের বাস্তব উদাহরণ। জীবনের প্রতিটি ক্ষেত্রে এই বাক্যটি আমাদের সামনে একটি শক্তিশালী অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়ায়। আমাদের অনেকেই আছি যারা প্রথমবার কোনো কাজে ব্যর্থ হলেই হতাশ হয়ে পড়ি। মনে করি, আমরা পারি না বা আমাদের দ্বারা হবে না। এই মনোভাবই আসলে আমাদের সবচেয়ে বড় শত্রু। জীবনে সাফল্য পেতে হলে দরকার ধৈর্য, সততা এবং অবিরাম চেষ্টা।
উল্লেখ যে, ফানি স্কোয়াড পরিবারের সদস্যরা হলেন মারিফুল ইসলাম, লালু রায়, মহুবার ইসলাম,লিমন ইসলাম, বাবলু রায় ও ফজলুল রায়হান হিরা।
১৭ ঘন্টা ৫৫ মিনিট আগে
২ দিন ১০ ঘন্টা ১২ মিনিট আগে
৪ দিন ১৪ ঘন্টা ১১ মিনিট আগে
৯ দিন ৯ ঘন্টা ৩৩ মিনিট আগে
২০ দিন ১৩ ঘন্টা ৪৮ মিনিট আগে
২১ দিন ৫ ঘন্টা ১৮ মিনিট আগে
২১ দিন ৯ ঘন্টা ৩২ মিনিট আগে
২২ দিন ৯ ঘন্টা ৪ মিনিট আগে