কক্সবাজার শহরের কলাতলীর ওয়ার্ল্ড বীচ হোটেলে স্ত্রীর সামনেই গলায় ফাস লাগিয়ে সৌরভ সিকদার (২৮) নামে এক যুবক আত্নহত্যা করেছে বলে জানা গেছে।
সোমবার (১ আগস্ট) রাত ৯ টার দিকে ওই হোটেলের ৭১৭ নাম্বার কক্ষে এই ঘটনা ঘটে। এ ঘটনা নিয়ে জেলা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে
সৌরভ সিকদার কক্সবাজার জেলার কুতুবদিয়ার দক্ষিণ ধুরুং সিকদারবাড়ির মাস্টার হাসান সিকদারের ছেলে। তবে সে স্বস্ত্রীক ঢাকার পান্থপথে থাকে বলে জানা গেছে।
কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর উল গীয়াস বলেন, ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টাকালে রশি ছিড়ে পড়ে গিয়ে আহত হন ওই যুবক। ৯৯৯-এ কল পেয়ে পুলিশ তাকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তিনি মারা যান।
ওসি আরো বলেন, আসল ঘটনা উদঘাটনে কাজ করছে পুলিশ।
এদিকে সৌরভের কয়েকজন স্বজন বলেন, কি কারণে সৌরভের হোটেলে অবস্থান এবং গলায় ফাঁস লাগানো তা বোধগম্য নয়। রুমে তার সাথে থাকা নারীকে জিজ্ঞাসাবাদ করলেই বিষয়টি পরিষ্কার হবে।
হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সৌরভ সিকদার ও তার স্ত্রী আনিকা তাসনিম গত ১৬ জুলাই থেকে এই হোটেলের ৭১৭ কক্ষে অবস্থান করছিলেন তারা।
সৌরভের ২য় স্ত্রীর বরাতে পুলিশ জানিয়েছে আনিকাকে ঘরে তোলা নিয়ে পরিবারের সাথে মনোমালিন্য চলছিলো সৌরভের। এ নিয়ে বাড়ির কারো সাথে ফোনে কথা-কাটাকাটির জেরে গলায় ফাঁস লাগায় সৌরভ।
ওসি শেখ মুনীর উল গীয়াস বলেছেন, দ্বিতীয় স্ত্রীকে হয়তো সৌরভের পরিবার মনে নিচ্ছিল না। এসব নিয়ে পারিবারিক দ্বন্দ্ব চলছিলো কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করেনি। তবে স্ত্রী ও হোটেল সংশ্লিষ্টদের নজরে রাখা হয়েছে।
১১ ঘন্টা ৩১ মিনিট আগে
১২ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৬ ঘন্টা ৩১ মিনিট আগে
১৯ ঘন্টা ৫১ মিনিট আগে
২০ ঘন্টা ২৪ মিনিট আগে
২ দিন ১১ ঘন্টা ৫০ মিনিট আগে
২ দিন ২০ ঘন্টা ৭ মিনিট আগে