প্রতারণার নতুন ফাঁদে পা দিয়েছে নোয়াখালীর সেনবাগ উপজেলার বিজবাগ ইউনিয়নের জনসাধারণ।
জানা গেছে, বেশ কিছু দিন ধরে তথাকথিত রেড ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালীর বরাত দিয়ে হুমায়ূন কবির মোবাইল নম্বর ০১৯৯১৯৮৮৮৫৩ থেকে কল দিয়ে বলে আপনাকে রেড ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী হতে ইউনিয়ন পরিষদের মাধ্যমে নগদ ২,৫০০/=টাকা ও খাদ্য সামগ্রী সহ মোট ৪,৫০০/= টাকার মালামাল দেয়া হবে। রেড ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী থেকে আপনাকে মনোনীত করায় আপনি আরো ১০ জনকে অন্তর্ভুক্ত করতে পারবেন। তাদের প্রতি জন ৪০০/= টাকা করে এন্ট্রি ফি দিলে তাদেরকেও মনোনীত করা হবে এবং যত দ্রুত ১০ জনের টাকা ৪,০০০/=টাকা মোরশেদ হোসেন ০১৯৯১৬৮৪৪৩৯ এ নাম্বারে বিকাশ করুন। এতে করে ভুক্তভোগীগণ সাহায্য পাওয়ার লোভে টাকা বিকাশ করে। পরে উক্ত দুটি মোবাইল নম্বরে কল করলে বন্ধ পাওয়া যায়। এখনো মোবাইল নম্বর দুটি বন্ধ রয়েছে।
নোয়াখালীর সেনবাগ উপজেলার ৮নং বিজবাগ ইউনিয়নের স্হানীয় কিছু জনসাধারণ এ প্রতারণার জালে আটকা পড়েছে । ভুক্তভোগীগণ এ প্রতিবেদকের মাধ্যমে জানাচ্ছে যে, দেশের সাধারণ মানুষ এহেন প্রতারণায় যেন না পড়ে, তার জন্য ভুক্তভোগীগণের সাথে যোগাযোগ করে বিস্তারিত জানার থাকলে জেনে নেয়ার জন্য।
ভুক্তভোগীগণের নাম ও মোবাইল নম্বর দেয়া হলোঃ
ডা: জামাল উদ্দিন - ০১৮১৯৮১২৮০০, মো: রফিক - ০১৭২২৬৮০২৯৯, মো: ইয়াছিন - ০১৮৪২৬৩৬১৬৩, নুরুল আমিন - ০১৯৩৭৯৩৭২১৬, কামাল উদদীন- ০১৮১৯০০৫৭৭৩ ।
১১ ঘন্টা ৫৮ মিনিট আগে
১৬ ঘন্টা ৫০ মিনিট আগে
১৬ ঘন্টা ৫২ মিনিট আগে
১৯ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৯ ঘন্টা ৪৭ মিনিট আগে
২২ ঘন্টা ৫৯ মিনিট আগে
২৩ ঘন্টা ৩ মিনিট আগে