এইযে খোকা কবিতা শুনবে তুমি?
তোমাকে শোনাবো রাজ রাজাদের কথা।
তোমাকে শোনাবো সাত সমুদ্র তের নদীর কথা,
তোমাকে শোনাবো গুণী মানুষদের কথা।
আজকে তুমি ছোট্ট খোকা ছোট্ট তোমার মন,
এখন থেকেই করবে তুমি মানুষ হওয়ার পণ।
পড়বে তুমি, শিখবে তুমি, দেখবে তুমি কতো,
মানুষ তোমায় হতেই হবে মানুষেরই মতো।
তোমার মতো ছোট্ট ছিল কত্তো মহা জন,
ছোট্ট বেলায় তোমার মতোই ছিল তাদের মন।
তোমার মতো কতো শিশু থাকছে অনাহারে,
খাবার জন্য ঘুরছে ওরা কত্তো দ্বারে দ্বারে।
কেউবা দিচ্ছে গালি ওদের কেউবা দিচ্ছে চর,
মানুষ নামের পশুর ভয়ে কাঁপছে থরথর।
একটা মুঠো খাবার লাগি ঘুরছে ওরা যতো,
মানুষ নামের পশু গুলো নস্ট করছে ততো।
ওদের কথা ভাববে তুমি বুঝবে ওদের ব্যথা,
ওদের জন্য করবে তুমি দুঃখ ওদের যেথা।
ঐ যে দেখো সূর্য হাসে দিনের পরে দিন,
দিচ্ছে তাপ দিচ্ছে আলো
হচ্ছি আমরা ঋণ ।
সূর্যি মামা পুড়ে পুড়ে দিচ্ছে যেমন আলো,
তেমনি করেই করবে তুমি
সবার জন্য ভালো।
২২ ঘন্টা ৪২ মিনিট আগে
১৫ দিন ৩০ মিনিট আগে
১৫ দিন ১৪ ঘন্টা ৪৮ মিনিট আগে
১৭ দিন ১৩ ঘন্টা ৫০ মিনিট আগে
২০ দিন ১৬ ঘন্টা ৫৮ মিনিট আগে
২৬ দিন ৩ ঘন্টা ২২ মিনিট আগে
৩০ দিন ১৩ ঘন্টা ৮ মিনিট আগে
৩০ দিন ১৩ ঘন্টা ৩৬ মিনিট আগে