ঝরা পাতা ....
লাকী চৌধুরী
এই তো সেদিনের সবুজ পাতা
আজি ধূলায় গড়াগড়ি খায়
হয়ে গেছে ঝরা পাতা
সময়ের ব্যাবধানে আজ জীর্ন শীর্ন
তামাটে হলদে ফ্যাকাশে বিবর্ন।
কে রাখে মনে ঝরা পাতার কথা
ধুলায় লুটায়ে কাঁদে
বুকে বড় লাগে ব্যাথা।
সেদিন বসন্ত এসেছিলো গাছে গাছে
সবুজ পাতায়পাতায়।
ভালোবেসেছিলো বসন্ত
দুলে ছিলো মন ফাল্গুনী হাওয়ায়।
দিন কেটেছিলো নব যৌবনের
নব উদ্দ্যেমে ভেসে খুশীর ফোয়ারায়।
ধীরে ধীরে সময় যে বয়ে যায়
সবুজ পাতা আজি হলো ঝরা পাতা
পথের ধারে লুটাই কাঁদে
শুনা যায় মর্মর ধ্বনি
বুঝেনা কেও ব্যাথা।
আমি তোমাদেরী মতো একদিন হবো
জীর্ন শীর্ন ঝরাপাতা
তাই কাছে এসেছি মর্মে নিতে
তোমাদেরী ব্যাথা।