টস জিতে ফিল্ডিং নিয়ে কী ভুলই করলো কলকাতা নাইট রাইডার্স? মোহালির ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামে এবারের আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে টস জিতেই পাঞ্জাব কিংসকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছিলো কেকেআর অধিনায়ক নিতিশ রানা। টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে পাঞ্জাব কিংস।
পাঞ্জাব কিংসের এত স্কোরের পেছনে নির্দিষ্ট কোনো এক ব্যাটারর নন, তিন-চারজনের মোটামুটি অবদান রয়েছে। হাফ সেঞ্চুরি করেছেন লঙ্কান ব্যাটার ভানুকা রাজাপাকসে। ৩২ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন তিনি। ৫টি বাউন্ডারির সঙ্গে ছিল ২টি ছক্কার মার। এছাড়া অধিনায়ক শিখর ধাওয়ান করেন ২৯ বলে ৪০ রান। ৬টি বাউন্ডারি মারেন তিনি।
শেষ মুহূর্তে ব্যাট করতে নেমে ১৭ বলে ২৬ রানে অপরাজিত থাকেন স্যাম কারান। শুরুতে ১২ বলে ২৩ রান করেন প্রাবসিংরাম সিং। ১১ বলে জিতেশ শর্মা করেন ২১ রান। ১৩ বলে ১৬ রান করে আউট হন সিকান্দার রাজা।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে ২ উইকেট নেন টিম সাউদি। এছাড়া ১টি করে উইকেট নেন উমেষ যাদব, সুনিল নারিন এবং বরুন চক্রবর্তি।
১৯ দিন ৩৩ মিনিট আগে
২০ দিন ১ ঘন্টা ২২ মিনিট আগে
২৩ দিন ২২ ঘন্টা ২ মিনিট আগে
২৪ দিন ২২ ঘন্টা ১৫ মিনিট আগে
২৪ দিন ২২ ঘন্টা ২২ মিনিট আগে
২৯ দিন ২ ঘন্টা ২৯ মিনিট আগে
৩৬ দিন ১৪ ঘন্টা ৩৯ মিনিট আগে
৩৯ দিন ২ ঘন্টা ৮ মিনিট আগে