মানুষ মানুষের জন্যে’ এ শ্লোগানকে বুকে ধারন করে এবং পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে
দুধমুখা উচ্চ বিদ্যালয় এসএসসি ব্যাচ ২০১৭ বন্ধু মহলের এর উদ্যোগে করোনার গ্রাসে দিশেহারা অসহায় কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করে
তারই ধারাবাহিকতা এবার পবিত্র ঈদ ঈদুল ফিতর উপলক্ষে ফেনী জেলার দাগনভূঞা উপজেলা ৫নং ইয়াকুবপুর ইউনিয়নে অবস্থিত দুধমুখা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৭ ও বন্ধু মহলের এর উদ্যোগে অস্বচ্ছল প্রতিবেশীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৩ ই মার্চ (বুধবার ) ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
গরিব, অসহায় ও কর্মহীন ৫০ শত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৪ই মার্চ বৃহস্পতিবার সকালে ইয়াকুবপুর এলাকার গরীব-দুঃখী, অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা
এসএসসি ব্যাচ ২০১৭ এর নাম প্রকাশে অনিচ্ছুক এক বলেন, করোনার প্রাদুর্ভাবে চারদিকে আতঙ্কিত অসহায় মানুষের আহাজারি। দিনের পর দিন ক্রমেই দীর্ঘ হচ্ছে লকডাউন। গরিব অসহায় খেটে খাওয়া মানুষের ভাগ্যে লেগেছে আগুন। এমনি পরিস্থিতিতে বিপন্ন মানবতাকে জাগ্রত করার প্রয়াসে সম্মিলন ঘটে দুধমুখা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৭ এর বেশ কিছু সংখ্যক তরুন মানবতাবাদী কর্মীর। তাদের অনেকেই ইতোমধ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ কলেজ থেকে কাঙ্খিত ডিগ্রী অর্জন করেছে। কিন্তু এখনো তারা অনেকেই কর্মজীবী নন। তবে কর্মের সন্ধানে আছে। ব্যক্তি পরিচয় জাহিরে তারা কখনই আগ্রহী নন, কর্মের পরিচিতিই তাদের মূল উদ্দেশ্য।
এসএসসি ব্যাচ ২০১৭ শিক্ষার্থীরা তাদের নিজস্ব তহবিল থেকে সংগৃহীত অর্থ দিয়ে প্রতিটি গ্রামের প্রকৃত অস্বচ্ছল পরিবারের তালিকা করে সুশৃংখল ভাবে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও এই বছর দুধমুখা উচ্চ বিদ্যালয় এর এসএসসি ব্যাচ ২০২২ এর ছাএ ক্যান্সার আক্রান্ত আলিফের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়।
ঈদ সামগ্রী উপহার দেয়ার পর এই ব্যাচের বন্ধুরা জানান, আমরা ভবিষ্যতে আরো বড় পরিসরে মানবতা কর্মকান্ডে নিজের নিয়োজিত রাখবো। অপর দিকে এ মানবিক কর্মকান্ডের জন্য সবার কাছে কৃতজ্ঞ প্রকাশ করছি।
৩৪৩ দিন ৬ ঘন্টা ২৭ মিনিট আগে
৩৪৬ দিন ১৩ ঘন্টা ৫০ মিনিট আগে
৩৪৯ দিন ১৯ ঘন্টা ৫ মিনিট আগে
৩৫০ দিন ৬ ঘন্টা ৫২ মিনিট আগে
৩৫৩ দিন ২০ ঘন্টা ৩৭ মিনিট আগে
৩৫৭ দিন ২০ ঘন্টা ৫৯ মিনিট আগে
৩৬৬ দিন ৮ ঘন্টা ৫৩ মিনিট আগে
৩৬৬ দিন ২০ ঘন্টা ৪০ মিনিট আগে