বানিয়াচংয়ে সন্ত্রাস-জঙ্গিবাদ, মাদক-ইয়াবা, গুজব প্রতিরোধ ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে আলেম-উলামাদের সাথে মতবিনিময় সভা করেছেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহর সভাপতিত্বে ও উপজেলা ফিল্ড সুপার ভাইজার মোঃ সুলাইমান এর সঞ্চালণায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পষিদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন তালকুদার, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসাইন, জেলা ইমাম সমিতির সভাপতি কাজী মুফতি আতাউর রহমান ও মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের জেলা সাধারণ সম্পাদক মাওলানা তাফাজ্জুল হক।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মজিদ খান বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদ ও গুজবের মাধ্যমে একটি চক্র চাচ্ছে দেশে অস্থিরতা সৃষ্টি করে ফায়দা লুটতে। পবিত্র ইসলাম ধর্মে এসবের যে স্থান নেই সেটা পবিত্র খুৎবার মাধ্যমে বিশদভাবে তুলে ধরতে আলেম-উলামাদের প্রতি আহবান জানান তিনি। এ ছাড়াও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হলে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে ক্ষমতার মসনদে বসাতে হবে।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আশসাফ চৌধুরী বাবু, মুফতি আমির আহমদ, মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের উপজেলা সভাপতি হাফেজ সাইদুর রহমান, সাধারণ সম্পাদক সাংবাদিক শিব্বির আহমদ আরজু, মাওলানা শায়খ সিরাজুল ইসলাম ও মাওলানা আফরুজ আল হাবিব প্রমুখ।
৩ দিন ৯ ঘন্টা ৬ মিনিট আগে
২৮ দিন ৪ ঘন্টা ২৩ মিনিট আগে
২৯ দিন ৪ ঘন্টা ১১ মিনিট আগে
২৯ দিন ৭ ঘন্টা ০ মিনিট আগে
৩৬ দিন ২ ঘন্টা ৪৪ মিনিট আগে
৩৮ দিন ৬ ঘন্টা ৪৬ মিনিট আগে
৪০ দিন ৭ ঘন্টা ২৬ মিনিট আগে
৪৯ দিন ১১ ঘন্টা ৪২ মিনিট আগে