বানিয়াচংয়ে বিভিন্ন জাতের রাসায়নিক বিষ প্রয়োগে মাছ আহরণ করে বিক্রির প্রবণতা আশংকাজনকভাবে বৃদ্ধি পেয়েছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) উপজেলা সদরের শরীফখানী গ্রামের একটি পুকুরে বিষ প্রয়োগে মাছ আহরণকালে ইউএনও পদ্মাসন সিংহ'র নজরে পড়লে মোবাইল কোর্ট পরিচালনা করে মৎস্যজীবীকে আড়াই লাখ টাকা জরিমানা করেন। অর্থদন্ডের সাজাপ্রাপ্ত আসামি মৎস্যজীবী আলী হোসেন উপজেলা সদরের ভাদাউড়ি গ্রামের কলিম উল্লার পুত্র।
ইউএনও অফিস সূত্রে জানা গেছে,
ওইদিন সকাল ৮ টার সময় ইউএনও পদ্মাসন সিংহ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বানিয়াচং উপজেলার ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের শরীফখানী গ্রামে আলী হোসেন তার ইজারাপ্রাপ্ত পুকুরে মিমিটক্স নামক রাসায়নিক বিষ প্রয়োগ করে মাছ আহরণ করছেন। ইউএনও তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে বিষ দিয়ে মাছ ধরার সময় বিষের বোতলসহ আলী হোসেনকে হাতেনাতে আটক করেন। এসময় আলী হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে সে দোষ স্বীকার করায় তার বিরুদ্ধে মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) ২০২০ আইনের ৩১(১),(২) ধারায় ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আলামত হিসেবে মিমিটক্স রাসায়নিকের একটি খালি বোতল এবং ধৃত মাছ জব্দ করা হয়। পঁচনশীল হওয়ায় মাছগুলো মাটির মধ্য পুঁতে ফেলা হয় এবং মিমিটক্স এর খালি বোতল সংরক্ষণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ গণমাধ্যম কে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
৩ দিন ১১ ঘন্টা ৫১ মিনিট আগে
২৮ দিন ৭ ঘন্টা ৯ মিনিট আগে
২৯ দিন ৬ ঘন্টা ৫৭ মিনিট আগে
২৯ দিন ৯ ঘন্টা ৪৫ মিনিট আগে
৩৬ দিন ৫ ঘন্টা ৩০ মিনিট আগে
৩৮ দিন ৯ ঘন্টা ৩২ মিনিট আগে
৪০ দিন ১০ ঘন্টা ১১ মিনিট আগে
৪৯ দিন ১৪ ঘন্টা ২৭ মিনিট আগে