নানা আয়োজন-উৎসাহ উদ্দীপনা ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে বানিয়াচংয়ে আলহাজ¦ অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি ফুটসাল ফুটবল টুর্ণামেন্ট শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় বানিয়াচংয়ে ঐতিহাসিক শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (এড়ালিয়ার মাঠ) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিদায়ী নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহবুবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার ও বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: দেলোয়ার হোসাইন।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় কাকাইলছেও ফুটবল একাদশ বনাম জে.কে.পি (জাতুকর্ণপাড়) স্পোর্টস। উত্তেজনাপুর্ণ খেলায় নির্ধারিত সময়ে গোলশূণ্য ড্র হয়। তারপর পেনাল্টি শ্যুটআউটে খেলা নির্ধারিত। এই পর্বে উভয় দল ৩-৩ গোল ড্র করে। পরবর্তীতে ১-১ শ্যুট করার হয়।
এই শ্যুটে কাকাইলছেও একাদশকে হারিয়ে নকআউট পর্বের খেলায় বিজয়ী হয় জে.কে.পি স্পোর্টস। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন জে.কে.পি’র খেলোয়ার হৃদয় মিয়া।
উদ্বোধনী খেলায় রেফারি হিসেবে দায়িত্বপালন করেন বানিয়াচংয়ে স্বনামধন্য রেফারি আব্দুর রউফ মাষ্টার। সহকারি হিসেবে ছিলেন মতিউর রহমান মতি ও আবুল কাশেম।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বিপুল ভুষণ রায়, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, ২নং ইউপি আওয়ামী লীগের সভাপতি মোত্তাকিন বিশ্বাস, ৩নং ইউপি চেয়ারম্যান আরফান উদ্দিন, ৬নং কাগাপাশা ইউপি চেয়ারম্যান এরশাদ আলী, উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি ছায়েব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল মিয়া, উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি সেবুল চৌধুরী, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আবু আশসাফ চৌধুরী বাবু, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুবেল মিয়া,ছাত্রলীগ নেতা কাওছার আহমেদ শিহাব,আজহার উদ্দিন সুমন, মুরাদ মিয়া,ফয়সল আহমেদ,নুর উদ্দিন প্রমুখ ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বানিয়াচং মডেল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ইমতিয়াজ আহমেদ লিলু, সাধারন সম্পাদক আব্দাল মিয়া, কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য রায়হান উদ্দিন সুমন,সাবেক সাধারণ সম্পাদক শিব্বির আহমেদ আরজু,বানিয়াচং প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক রিতেষ কুমার বৈষ্ণব প্রমুখ।
উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ এবং টুর্ণামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ও সভাপতি শাহিবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে টুর্ণামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে রয়েছেন বানিয়াচং ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি।
আগামীকাল সোমবার (২অক্টোবর) টুর্ণামেন্টের দুটি খেলা হবে। প্রথম খেলায় বিকাল ৩টায় মুখোমুখি হবে এস এম স্পোর্টিং ক্লাব বনাম শরীফখানী ক্রীড়াচক্র।
অপর খেলায় বিকাল ৪টায় কালিকাপাড়া স্পোর্টিং ক্লাব মুখোমুখি হবে টাউন ক্লাব-বি’র। খেলা দুইটি অনুষ্ঠিত হবে যথারীতি বানিয়াচং শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ( এলাড়িয়ার মাঠ)।
৩ দিন ১১ ঘন্টা ৫১ মিনিট আগে
২৮ দিন ৭ ঘন্টা ৯ মিনিট আগে
২৯ দিন ৬ ঘন্টা ৫৭ মিনিট আগে
২৯ দিন ৯ ঘন্টা ৪৫ মিনিট আগে
৩৬ দিন ৫ ঘন্টা ৩০ মিনিট আগে
৩৮ দিন ৯ ঘন্টা ৩২ মিনিট আগে
৪০ দিন ১০ ঘন্টা ১১ মিনিট আগে
৪৯ দিন ১৪ ঘন্টা ২৭ মিনিট আগে