বানিয়াচংয়ে জাতীয় যুব দিবস ২০২৩ জমকালো ভাবে উদযাপিত হয়েছে। বুধবার (১ নভেম্বর) সকাল ১১ টায় এ উপলক্ষে সুসজ্জিত র্যালী বের করে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মহি উদ্দিন আগা খানের সঞ্চালনায় আলোচনা সভা, ঋণ বিতরন শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, পুরুষ ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, ওসি (তদন্ত) আবু হানিফ, বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি জীবন আহমেদ লিটন, ইউনিকেয়ার এর সভাপতি কামরুল হাসান কাজল, দৈনিক জালালাবাদ প্রতিনিধি শেখ নুরুল ইসলাম প্রমুখ।
উপস্থিত ছিলেন, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাবেক সেক্রেটারী শিব্বির আহমদ আরজু, বর্তমান সেক্রেটারী মো: আব্দাল মিয়া, উপজেলা সমবায় অফিসার মোঃ ইকবাল হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সুদীপ কুমার দেব প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুহম্মদ রেজাউন উল্লাহ।
৩ দিন ১১ ঘন্টা ৪৮ মিনিট আগে
২৮ দিন ৭ ঘন্টা ৬ মিনিট আগে
২৯ দিন ৬ ঘন্টা ৫৪ মিনিট আগে
২৯ দিন ৯ ঘন্টা ৪২ মিনিট আগে
৩৬ দিন ৫ ঘন্টা ২৭ মিনিট আগে
৩৮ দিন ৯ ঘন্টা ২৯ মিনিট আগে
৪০ দিন ১০ ঘন্টা ৮ মিনিট আগে
৪৯ দিন ১৪ ঘন্টা ২৪ মিনিট আগে