আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বানিয়াচং উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল ও সম্ভাব্য প্রার্থীদের শুভেচ্ছা ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড এবং তোরণ অপসারণ শুরু করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (৩ডিসেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা সদরের বিভিন্ন পয়েন্ট ও উপজেলার হাটবাজারসহ জনসমাগম এলাকায় প্রশাসনের এমন অপসারণ অভিযান দেখা গেছে। অভিযান পরিচালনা করেন বানিয়াচং উপজেলায় দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম।
সুত্র জানায়, নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর সম্ভাব্য প্রার্থীদের আগাম প্রচারের পোস্টার, বিলবোর্ড ও অন্যান্য প্রচার সামগ্রী অপসারণের নির্দেশ দেয়া হয়। নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসন ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পত্র দিয়ে জানিয়ে দেয়া হয়েছে।
এতে কেউ কেউ তাদের ব্যানার, ফেস্টুন সরিয়ে নিলেও বাকি পোস্টার, ব্যানার, ফেস্টুন ও তোরণ অপসারণের কাজ শুরু করা হয়।
বানিয়াচং উপজেলা নিবার্হী কর্মকতা মোঃ মাহবুবুর রহমানের নির্দেশনায় দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম এ সংক্রান্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এতে আনসার বাহিনীর সদস্যরা সহায়তা করেন।
উপজেলা নিবার্হী কর্মকতা মো: মাহবুবুর রহমান জানান, আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিত জাতীয় নির্বাচনকে ঘিরে সব ধরনের নিবার্চনী প্রচার-প্রচারণা, শুভেচ্ছা, রাজনৈতিক নেতাকর্মীদের ছবি সম্মিলিত ব্যানার-ফেষ্টুন অপসারণে নির্বাচন কমিশনের নির্দেশনা রয়েছে।
সে মোতাবেক বানিয়াচং উপজেলার বিভিন্ন স্থানে সাঁঠানো এ সকল ব্যানার ফেস্টুন অপসারণ চলছে। তবে নির্বাচনে প্রতীক বরাদ্দের পর প্রার্থী ও রাজনৈতিক দলের প্রচার প্রচারণার জন্য নিয়ম মাফিক ব্যানার, পোস্টার ও ফেস্টুন ব্যবহার করতে পারবেন বলে তিনি জানিয়েছেন।
৩ দিন ১৯ ঘন্টা ৭ মিনিট আগে
২৮ দিন ১৪ ঘন্টা ২৫ মিনিট আগে
২৯ দিন ১৪ ঘন্টা ১৩ মিনিট আগে
২৯ দিন ১৭ ঘন্টা ২ মিনিট আগে
৩৬ দিন ১২ ঘন্টা ৪৬ মিনিট আগে
৩৮ দিন ১৬ ঘন্টা ৪৮ মিনিট আগে
৪০ দিন ১৭ ঘন্টা ২৮ মিনিট আগে
৪৯ দিন ২১ ঘন্টা ৪৩ মিনিট আগে