লাখাইয়ে সাদা মনের মানুষ প্রবীন সাংবাদিক সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শাহজাহান চিশতী এর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৪ ডিসেম্বর ) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ লাখাই প্রেসক্লাব আয়োজিত দোয়া মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ নুনু মিয়া, জনাব আলহাজ্ব তারিক ইকবাল শামসি,
লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট মোঃ আলী নোয়াজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সদ্য প্রয়াত শাহজাহান চিশতীর এর কর্মময় জীবন এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনায় অংশ নেন উপজেলা আওয়ামিলীগ এর সহসভাপতি আব্দুল মতিন, উপজেলা মুক্তিযোদ্ধা গন,লাখাই প্রেসক্লাব সহসভাপতি মহিউদ্দিন আহমেদ রিপন, লাখাই প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হান্নান, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাওলানা জালাল আহমেদ, বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তান গাজী শাহজাহান চিশতির মেয়ে খায়রুনেছা চিশতী পপি, সাংবাদিক হাজী মহসিন সাদেক, লাখাই প্রেস ক্লাব আইন বিষয়ক সম্পাদক মাসুদ রানা মাসুক, স সহসম্পাদক শাহীনুর রহমান মোল্লা শাহীন, সাহিত্য ও প্রকাশনা সমপাদক এম ইয়াকুব হাসানঅন্তর, ,সহপ্রচার সম্পাদক কামরুল হাসান সুজন ,প্রমুখ । শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন প্রবীন সাংবাদিক মাওলানা জালাল আহমেদ।
আলোচনা শেষে দোয়া মাহফিল এ মোনাজাত অনুষ্ঠিত হয়।
সভায় বক্তাগন বলেন প্রয়াত শাহজাহান চিশতীর মতো মেধাবী ও সাহসী কলম সৈনিক এর প্রয়ানে আমাদের অপূরনীয় ক্ষতি সাধন হয়েছে।