লেক্সাস গার্ডেনে বানিয়াচং মডেল প্রেসক্লাবের ৪র্থ বার্ষিক আনন্দ ভ্রমণ
বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বানিয়াচং মডেল প্রেসক্লাবের ৪র্থ বার্ষিক আনন্দ ভ্রমণ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকাল ৯টায় বানিয়াচং থেকে সিলেট লেক্সাস গার্ডেন ও জাকারিয়া সিটির উদ্দেশ্যে যাত্রা শুরু হয়।
পথিমধ্যে দুধওয়ালা কিচেনে সকালের নাস্তা সেরে দুপুর ১২ টায় লেক্সাস গার্ডেনে গিয়ে বাহন গিয়ে পৌঁছে। পরে যার যার মতো করে সবাই চারদিকে ছড়িয়ে পড়েন। এভাবে চলে প্রায় দেড় ঘন্টা। পরে হযরত সুন্দর ( রহ.) এর মাজার জামে মসজিদে দলবেঁধে জোহরের নামাজ শেষ করে জাকারিয়া সিটির উদ্দেশ্যে পথচলা। সেখানে গ্রুপ ছবি ধারণ, রেফেল ড্র ও পাতিল ভাঙা শেষে সাংবাদিক এবং অতিথিবৃন্দের অনুভূতি মূলক বক্তব্য প্রদান।
এসময় উপস্থিত ছিলেন মডেল প্রেসক্লাবের সভাপতি সর্দার আজিমুল হক স্বপন, সিনিয়র সহসভাপতি ইমতিয়াজ আহমেদ লিলু, সহসভাপতি আব্দুল মালিক, সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, কোষাধ্যক্ষ শেখ আলমগীর, আনসার আলী, সৈয়দ সাজ্জাদ হাসান, মিজানুর রহমান, পারভেজ আহমদ, দুলাল আহমদ ও রাহিম উদ্দিন রিয়াজ ।
সম্মানিত অতি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা শায়খ সিরাজুল ইসলাম, কন্টেন্ট ক্রিয়েটর খোরশেদ আলম ও গ্রামীণ ব্যাংক সিনিয়র কর্মকর্তা মওদুদ আহমদ।