জয়পুরহাটের কালাইয়ে ভাতিজি ও জামাতার বিরুদ্ধে প্রতারণা এবং হুমকির প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন আপন চাচা।
শনিবার দুপুরে কালাই উপজেলার পাঁচশিরা এলাকায় সংবাদ সম্মেলনে ভ’ক্তভোগী মোঃ আশরাফ আলী (৬৭) বলেন, তারা সহোদর চার ভাইয়ের মধ্যে আফছার আলী, গোলজার রহমান ও আশরাফ আলী তিন ভাই যৌথভাবে সমান মালিকানা/অংশীদারিত্বে পাঁচশিরা বাজারে মেসার্স ভাই ভাই ভ্যারাইটি স্টোর নামে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসাকালীন ২০১১ সালের ২৪ জানুয়ারি গোলজার রহমান ইন্তেকাল করায় তার প্রথম পুত্র মোঃ মোামন ইসলাম (২৮) ওয়ারিশ সূত্রে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের অংশীদার হয়।
ব্যবসা পরিচালনাকালীর সময় আমার ভাই আফছার আলীর ব্যক্তিগত দরকারে বিশেষ প্রয়োজনে উক্ত ব্যবসা প্রতিষ্ঠানের নামে মার্কেন্টাইল ব্যাংক কালাই শাখা থেকে ৫৫,০০০,০০ (পঞ্চান্ন লক্ষ) টাকা সিসি ঋণ গ্রহণ করেন। যাহার হিসাব নং: ১৩৪২৭৭৫৩৩৬৫২৯২৭। উক্ত ঋণের টাকা আফছার আলী নিজে পরিশোধ করবেন বলে প্রয়োজনীয় ডকুমেন্টে আমার এবং আমার ছোটভাই মৃত গোলজার রহমানের স্ত্রী ও দুই পুত্রের নিকট থেকে জামিনদার হিসেবে স্বাক্ষর নিয়েছিলেন। এমতাবস্থায় ২০২৪ সালের ৮ এপ্রিল আফছার আলীর ইন্তেকালের পর উক্ত ঋণের প্রেক্ষিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি-বর্গগণসহ আমরা উভয়পক্ষ ঘরোয়া বৈঠকে বসলে আফছার আলীর স্ত্রী মাহফুজা বেওয়া ও তিন মেয়ে পারভীন আক্তার, পারুল আক্তার, আয়েশা সিদ্দিকা এবং দুই জামাতা মেহেদী মাসুদ ও মোক্তার হোসেনগণ উক্ত ঋণের দ্বায়ভার গ্রহণ করে সমুদয় টাকা পরিশোধ করবেন মর্মে অঙ্গীকার পত্রে স্বাক্ষর করে জামাতা মেহেদী মাসুদ ও মোক্তার হোসেন দুটি চেক প্রদান করেন।
এরপর তারা ঋণের টকা পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ আমাদেরকে নোটিশ প্রদান করলে আমরা তাদের সাথে আলোচনা করতে গেলে গত ১৬ মে বেলা ১১ টার দিকে তারা আমার ছেলে জনি আহম্মেদ ও ভাতিজা মোমিন ইসলামকে মারপীট করে বিভিন্ন হুমকি-ধামকি ও ভয়-ভীতি প্রদান করে। এমতাবস্থায় আমাদের সহযোগীতা করার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে বিনিত অনুরোধ জানিয়েছেন আশরাফ আলী।
১৭ ঘন্টা ১৫ মিনিট আগে
২০ ঘন্টা ২ মিনিট আগে
২০ ঘন্টা ২৯ মিনিট আগে
২২ ঘন্টা ৪৭ মিনিট আগে
২ দিন ১৩ ঘন্টা ৫০ মিনিট আগে
২ দিন ১৪ ঘন্টা ১৬ মিনিট আগে
২ দিন ১৮ ঘন্টা ৩২ মিনিট আগে
৩ দিন ১৮ ঘন্টা ২১ মিনিট আগে