জয়পুরহাটের ক্ষেতলালে বিভিন্ন হাট-বাজারে অবাধে অপ্রাপ্ত বয়স্ক শিশু-কিশোর ও স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের কাছে বিড়ি সিগারেট বিক্রির অভিযোগে দুই দোকানীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ২ জুলাই (মঙ্গলবার) বিকেলে উপজেলার ভাসিলা চৌরাস্তার মোড়ে অপ্রাপ্ত বয়স্ক শিশু কিশোরদের কাছে সিগারেট বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ক্ষেতলাল পৌর এলাকার ভাসিলা মহল্লার রিয়াজ উদ্দিনের ছেলে কফিল উদ্দিন ও মামরুল হোসেন নামে দুই দোকানীকে পাঁচশত টাকা করে মোট ১ হাজার টাকা জরিমানা আদায় করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট জিন্নাতুন আরা। জানাগেছে, অপ্রাপ্তবয়স্ক এসব শিশু কিশোরের বেশির ভাগেরই বয়স ১০ থেকে ১৫ বছরের মধ্যে।
এবিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট জিন্নাতুল আরা দৈনিক দেশচিত্র'কে জানান, উপজেলার বিভিন্ন এলাকার দোকানগুলোতে ব্যবসায়ীরা অপ্রাপ্ত বয়স্ক শিশু-কিশোরদের কাছে বিড়ি সিগারেট বিক্রি করছেন। এমন খবরের ভিত্তিতে জেলা প্রশাসক ও জেলা নির্বাহি ম্যাজিস্ট্রেট সালেহীন তানভীর গাজীর নির্দেশনায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
১৭ ঘন্টা ১৬ মিনিট আগে
২০ ঘন্টা ৪ মিনিট আগে
২০ ঘন্টা ৩১ মিনিট আগে
২২ ঘন্টা ৪৯ মিনিট আগে
২ দিন ১৩ ঘন্টা ৫২ মিনিট আগে
২ দিন ১৪ ঘন্টা ১৮ মিনিট আগে
২ দিন ১৮ ঘন্টা ৩৪ মিনিট আগে
৩ দিন ১৮ ঘন্টা ২৩ মিনিট আগে