কুড়িগ্রামের সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের পোড়ার চরের তিন শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার বিতরন করেছে সহমর্মিতা ফাউন্ডেশন । শুকনো খাবারের মধ্যে ছিল আম, চিড়া, মুড়ি ও গুড়ের প্যাকেট।
বৃহস্পতিবার ২০ জুলাই পোড়ার চরে এসব শুকনো খাবার তুলে দেয়া হয়।
ত্রাণ সহায়তা বিতরণের উদ্বোধন করেন সহমর্মিতা ফাউন্ডেশনের উপদেষ্টা খ,ম আতাউর রহমান বিপ্লব।
এ সময় উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক শ্যামল ভৌমিক, সহমর্মিতা ফাউন্ডেশনের কুড়িগ্রাম প্রতিনিধি মোঃ তাজুল ইসলাম। সমকালের জেলা প্রতিনিধি সুজন মোহন্ত, জাগো নিউজের জেলা প্রতিনিধি ফজলুল করিম ফারাজী প্রমুখ।
পোড়ার চড়ের বাসিন্দা মোঃ আবু হোসেন বলেন, বাড়িঘরে এখনো পানি। রান্না করে খাবার কোন উপায় নাই।এসময় এই চরবাসী মানুষের শুকনো খাবারের খুব দরকার। সহমর্মিতা ফাউন্ডেশনের শুকনো খাবার ও আম পেয়ে অনেক খুশি হইছি।
ওই গ্রামের আমেনা বেগম বলেন, পানি কমতেছে তবে ঘরে এখনো রান্না করার মত অবস্থা হয় নাই। কোনরকমে একবেলা রান্না করে তিন বেলা খাই । শুকনো খাবার পেয়ে খুব উপকার হলো।
সহমর্মিতা ফাউন্ডেশনের উপদেষ্টা খ,ম আতাউর রহমান বিপ্লব বলেন,পোড়ার চরবাসী মানুষের ঘরে ঘরে এখনো হাটু পানি।তাদের খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে।এই মুহুর্তে এই চরবাসীর জন্য শুকনো খাবার অত্যান্ত জরুরী হয়ে পড়েছে। অসহায় এই পোড়ার চরবাসী মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।
৩ দিন ৯ ঘন্টা ২০ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ৯ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ৪৪ মিনিট আগে
৫ দিন ৩ ঘন্টা ৫১ মিনিট আগে
৫ দিন ৬ ঘন্টা ২২ মিনিট আগে
৫ দিন ৭ ঘন্টা ৪৯ মিনিট আগে
৮ দিন ৫ ঘন্টা ১৩ মিনিট আগে