“গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে সপ্তাহব্যাপী জেলা বৃক্ষমেলা শুরু হয়েছে।
শনিবার বিকেলে কুড়িগ্রাম জেলা প্রশাসন ও বন বিভাগ এর উদ্যোগে কুড়িগ্রাম আউটার স্টেডিয়াম চত্বরে এ মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মিনহাজুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, পৌর মেয়র কাজিউল ইসলাম, বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন, জেলা বন কর্মকর্তা রাশিদ আরিফ, দৈনিক কুড়িগ্রাম খবর সম্পাদক এসএম ছানালাল বকসী, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি রাজু মোস্তাফিজ প্রমূখ।
মেলায় ৩০টি স্টলে বিভিন্ন জাতের ফলদ, বনজ ও ঔষধি চারা বিক্রি হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫শতাধিক শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। মেলা উপলক্ষ্যে প্রতিদিন সন্ধ্যায় মেলা মঞ্চে বিভিন্ন সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করছে।
৩ দিন ৯ ঘন্টা ২০ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ৯ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ৪৪ মিনিট আগে
৫ দিন ৩ ঘন্টা ৫১ মিনিট আগে
৫ দিন ৬ ঘন্টা ২২ মিনিট আগে
৫ দিন ৭ ঘন্টা ৪৯ মিনিট আগে
৮ দিন ৫ ঘন্টা ১৩ মিনিট আগে