গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দের সাথে মতবিনিময়ে অংশ নেয় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা উদয় শঙ্কর চক্রবর্তী।
বৃহস্পতিবার বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ কুড়িগ্রাম এর হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম কুড়িগ্রাম জেলা। এ সময় উপস্থিত ছিলেন- হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এসএম ছানালাল বক্সী, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রবি বোস, সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র রায়, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারি পরিচালক মেঘলা চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সুনিল চন্দ্র রায়, অসিম সরকার প্রমূখ।
বক্তারা মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম যথাযথ ভাবে পালনের আহ্বান জানান।