কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের দুর্গম চর সাজাইয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক দেড় হাজার দুস্থ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির বনজ- ফলদ ও ঔষধী গাছের চারা এবং চাল ডাল তেল ও শাড়ি লুঙ্গি বিতরন করেছে। এছাড়া গাছের চারা রক্ষনাবেক্ষনে রাসায়নিক সার ও খাঁচা প্রদান করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে দেশের দরিদ্র জনগোষ্ঠির মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে বৃহস্পতিবার(০৩ আগষ্ট) দুপুরে মধ্য চর সাজাই প্রাথমিক বিদ্যালয় মাঠে চর সাজাই কল্যান ট্রাষ্টের সহযোগীতায় এসব সহায়তা প্রদান করা হয়।
এ সময় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারী এটিএম তাহমিদুজ্জামান, ব্যাংকের কুড়িগ্রাম শাখার শাখা ব্যবস্থাপক আশরাফুল আলম, গণমাধ্যম ব্যাক্তিত্ব বাংলাদেশ টেলিভিশনের হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানের উপস্থাপক রেজাউল করিম সিদ্দিক, চর সাজাই কল্যান ট্রাস্টের উপদেষ্ঠা শহিদুল ইসলাম বাবলুসহ ব্যাংকের কর্মাকর্তাগন উপস্থিত ছিলেন।
ব্যাংকটির কর্মকর্তারা জানান দেশের সবচেয়ে পিছিয়ে থাকা উত্তরের জনপদ কুড়িগ্রামের সবচেয়ে দরিদ্রতম উপজেলা চর রাজিবপুরকে এগিয়ে নিতে কাজ করবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি।
৩ দিন ৯ ঘন্টা ২০ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ৯ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ৪৪ মিনিট আগে
৫ দিন ৩ ঘন্টা ৫১ মিনিট আগে
৫ দিন ৬ ঘন্টা ২২ মিনিট আগে
৫ দিন ৭ ঘন্টা ৪৯ মিনিট আগে
৮ দিন ৫ ঘন্টা ১৩ মিনিট আগে