কুড়িগ্রামের উলিপুরে বজরা এল,কে আমিন ডিগ্রি কলেজে ২০২৩ সালের এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (১৪ ই আগস্ট) দুপুরে বজরা এল,কে আমিন কলেজ মাঠে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এইচ,এস,সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রভাষক মোঃ মশিউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন কলেজের সভাপতি আলহাজ্ব মোঃ রেজাউল করিম আমীন।
এ সময় বক্তব্য রাখেন শিক্ষার্থী, অভিভাবক ও কলেজের প্রভাষক প্রমুখ।
সভাপতির বক্তব্যে মোঃ রেজাউল করিম আমীন বলেন, আজকের বিদায় অনুষ্ঠান মূলত বিদায় নয়,এটা তোমাদের শিক্ষা ক্ষেত্রের একটি ধাপ অতিক্রম মাত্র। এখান থেকে তোমরা এইচ,এস,সি পরীক্ষা সম্পন্ন করে বিভিন্ন সুনামধন্য বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন করবে এবং আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করবে। তবেই তোমাদের শিক্ষা অর্জনের সফলতা আসবে। তিনি আরো বলেন, শুধু শিক্ষার সার্টিফিকেট অর্জনই নয়,বরং জ্ঞ্যান ও গুনের সমৃদ্ধিতে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার মূল আদর্শ। তাই নিজেকে আলোকিত ও ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।
বজরা এল কে আমিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আহসান হাবীব রানা বিদায়ী শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত ও সফলতা কামনা করে বলেন,তোমাদের মূল লক্ষ্য হচ্ছে প্রত্যেকেই আদর্শ ও সু-নাগরিক হিসেবে গড়ে উঠা। তাই আমি বিশ্বাস করি আগামীতে তোমরা সর্বোচ্চ সফলতা অর্জন করে আলোকিত মানুষ হও এটা চাই।
অনুষ্ঠান শেষে এইচ,এস,সি বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছাসহ অতিথিদের কে উপহার সামগ্রী প্রদান করা হয়।
৩ দিন ৯ ঘন্টা ২০ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ৯ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ৪৪ মিনিট আগে
৫ দিন ৩ ঘন্টা ৫১ মিনিট আগে
৫ দিন ৬ ঘন্টা ২২ মিনিট আগে
৫ দিন ৭ ঘন্টা ৪৯ মিনিট আগে
৮ দিন ৫ ঘন্টা ১৩ মিনিট আগে