কুড়িগ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতু নেছা মুজিব সহ ১৫ই আগস্ট এর নির্মম হত্যাকান্ডে নিহত সকল শহীদদের স্মরণে আলোচনা ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, জেলা প্রশাসন, জেলা পুজা উদ্যাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ যৌথ ভাবে মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম কেন্দ্রীয় কালী মন্দির চত্বরে এ প্রার্থনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন- হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা উদয় শংকর চক্রবর্তী।
এসময় বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক মিনহাজুল ইসলাম, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি রবি বোস, সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র রায়, মন্দির ভিত্তিক শিশু শিক্ষা কার্যক্রমের সহকারি পরিচালক মেঘলা চৌধুরী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ এর সাধারণ সম্পাদক অলক সরকার, জেলা পুজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অসীম কুমার সরকার, সম্মিলিত সাংস্কৃতিক জোট এর আহ্বায়ক শ্যামল ভৌমিক, পুজা উদ্যাপন পরিষদ এর পৌর কমিটির সভাপতি দীনেশ চন্দ্র প্রমূখ।
পরে ১৫ই আগস্টের বীর শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
#
৩ দিন ৯ ঘন্টা ২০ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ৯ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ৪৪ মিনিট আগে
৫ দিন ৩ ঘন্টা ৫১ মিনিট আগে
৫ দিন ৬ ঘন্টা ২২ মিনিট আগে
৫ দিন ৭ ঘন্টা ৪৯ মিনিট আগে
৮ দিন ৫ ঘন্টা ১৩ মিনিট আগে