কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে রাইতুল ইসলাম রনি (২২) নামের এক ছাত্রলীগ কর্মীর মৃত্যু হয়েছে।
বুধবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার তবকপুর ইউনিয়নের উমানন্দ জাগির পাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। রনি ওই এলাকার আলম বাদশার ছেলে। নিহর রনি উলিপুর উপজেলা শাখা ছাত্রলীগের সক্রিয় কর্মী ও রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে লেখাপড়া শেষ করেছেন।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, রনি বুধবার দুপুরে নিজ বাড়ীতে বৈদ্যুতিক পাখা মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মঈনুর রশিদ নোমান বলেন, রনির মতো একজন ছাত্রলীগের সক্রিয় কর্মীকে হারিয়ে আমরা মর্মাহত। আমরা উপজেলা ছাত্রলীগ রনির রুহের মাগফেরাত কামনা করছি।
এ বিষয়ে উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের অভিযোগ না থাকায় এ ঘটনায় ইউডি মামলা দায়ের করে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
৩ দিন ৯ ঘন্টা ১৮ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ৭ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ৪২ মিনিট আগে
৫ দিন ৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
৫ দিন ৬ ঘন্টা ২০ মিনিট আগে
৫ দিন ৭ ঘন্টা ৪৭ মিনিট আগে
৮ দিন ৫ ঘন্টা ১১ মিনিট আগে
৮ দিন ২৩ ঘন্টা ৫৮ মিনিট আগে