কুড়িগ্রামে রাতভর অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১ নভেম্বর) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। এর আগে মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, জেলায় নাশকতার পরিকল্পনার অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে রাজারহাট বিএনপির ২জন কর্মী, লালমনিরহাটের ১ জন, রাজিবপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। কুড়িগ্রাম জেলা বিএনপির সহ সভাপতিসহ বিএনপির ৫ জন নেতাকর্মী, এবং উলিপুর উপজেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক, রৌমারীতে ২ জন ও উলিপুরে ১ জন জামায়াতের সক্রিয় কর্মীসহ মোট ৪ জন জামায়াত নেতাকর্মীসহ মোট ৯জন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে জানতে কুড়িগ্রাম জেলা বিএনপির একাধিক নেতাকে মুঠোফোনে কল দেয়া হলেও কেউ ফোন রিসিভ করেনি। তবে জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফার পরিবার দাবি করেন মঙ্গলবার রাত ১১ টার দিকে গাড়িয়াল পাড়ার বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।
কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, নাশকতার অভিযোগে কুড়িগ্রামে বিএনপি ও জামায়াতের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
৩ দিন ১৬ ঘন্টা ৪২ মিনিট আগে
৪ দিন ১৭ ঘন্টা ৩১ মিনিট আগে
৪ দিন ১৮ ঘন্টা ৭ মিনিট আগে
৫ দিন ১১ ঘন্টা ১৪ মিনিট আগে
৫ দিন ১৩ ঘন্টা ৪৪ মিনিট আগে
৫ দিন ১৫ ঘন্টা ১১ মিনিট আগে
৮ দিন ১২ ঘন্টা ৩৫ মিনিট আগে
৯ দিন ৭ ঘন্টা ২৩ মিনিট আগে