কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে রোপা আমন ধান কর্তনের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (০৬ নভেম্বর) দুপুরে উপজেলার ছিনাই ইউনিয়নের শ্মশান এলাকায় এ ধান কর্তনের শুভ উদ্বোধনী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি। রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাবেরী রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সাইফুন্নাহার সাথী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু, রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লাহিল জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজার রহমান, উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তা মোঃ আরফানুল আলম ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
এছাড়াও উপজেলা কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, স্থানীয় কৃষক ও কৃষাণীগণ উপস্থিত ছিলেন।
জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরে খরিপ-২ মৌসুমে রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসুচীর আওতায় রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের ছত্রজিৎ কাজ্জিপাড়া, মীরের বাড়ি ব্লকে সমলয়ে ১৫০ বিঘা জমিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ব্লক প্রদর্শনী বাস্তবায়ন করছে।
রাজারহাট উপজেলা কৃষি অফিসার সাইফুন্নাহার সাথী জানান, দেশে দিন দিন কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে, মানুষের সংখ্যা বাড়ছে। সনাতন নিয়মে চাষাবাদ করলে খাদ্যের উৎপাদন বাড়ানো সম্ভব নয় তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। টেকসই উন্নয়ন ও স্মার্ট কৃষিকে এগিয়ে নিতে কৃষিতে আরও উন্নত প্রযুক্তিতে কৃষি চাষাবাদ প্রয়োজন। আর সে কারণেই সরকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে নানামুখী কর্মসূচী হাতে নিয়েছে।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি ও উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়সহ অতিথিবৃন্দ কম্বাইন্ড হার্ভেস্টারের মাধ্যমে মাঠে রোপা আমন ব্রিধান- ৮৭ কর্তন করার পদ্ধতি পরিদর্শন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজারহাট উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হৈমন্তী রাণী।
৩ দিন ১৬ ঘন্টা ৩৮ মিনিট আগে
৪ দিন ১৭ ঘন্টা ২৭ মিনিট আগে
৪ দিন ১৮ ঘন্টা ২ মিনিট আগে
৫ দিন ১১ ঘন্টা ৯ মিনিট আগে
৫ দিন ১৩ ঘন্টা ৪০ মিনিট আগে
৫ দিন ১৫ ঘন্টা ৭ মিনিট আগে
৮ দিন ১২ ঘন্টা ৩১ মিনিট আগে
৯ দিন ৭ ঘন্টা ১৮ মিনিট আগে