“নিখুঁতভাবে আপনার রক্তচাপ পরিমাপ করুন, নিয়ন্ত্রণ করুন, দীর্ঘদিন বাঁচুন" এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে বিশ্ব উচ্চরক্তচাপ দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে জন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় শনিবার বিকেল ৩ টায় এনসিডি কমিউনিটি হাসপাতাল কতৃপক্ষের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এনসিডি কমিউনিটি হাসপাতালের ব্যবস্থপনা পরিচালক মন্জুশ্রী সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন (বি.এম.এ) কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ডা: লোকমান হাকিম।
নওগা জেলার সিভিলসার্জন ডাঃ মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উচ্চরক্তচাপ বিষয়ে বিশদভাবে আলোচনা করেন, ফ্যামিলি মেডিসিন বিশেষজ্ঞ, ডায়াবেটোলজি ও অ্যাজমা ফিজিশিয়ান এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডাঃ অজয় কুমার রায়।
এসময় তিনি উপস্থিত রোগী ও তাদের স্বজনদের উদ্দেশ্যে নন কমিউনিক্যাল ডিজিজ উচ্চরক্তচাপ থেকে পরিত্রাণ পেতে করণীয় যেমন : অতিরিক্ত ওজন হ্রাস করা, নিয়মিত শরীরচর্চা হাঁটাহাঁটি করা, প্রতিদিন ৬ - ৮ ঘন্টা ঘুমানোর অভ্যাস করা , বেশি করে শাকসবজি ও ফলমূল গ্রহন করা এবং চিকিৎসকের পরামর্শ মেনে নিয়মিত ওষুধ সেবন করার কথা বলেন। এছাড়া অতিরিক্ত লবন যুক্ত খাবার বর্জন, ধুমপান ও এ্যালকোহল পরিহার , চর্বি এবং মশলা যুক্ত খাবার বর্জন সহ চিকিৎসকের পরামর্শ ব্যাতিত ও অনিয়মিত ওষুধ সেবন থেকে বিরত থাকা পরামর্শ দেন তিনি।
অন্যান্যের মধ্যে এসময় ডা: লোকমান হাকিম, ডা: মো: নজরুল ইসলাম, মন্জুশ্রী সাহা, ডায়াবেটিক হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ আরিফুল ইসলাম,ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের এসিস্ট্যান্ট সেলস্ ম্যানেজার কে এম আনিসুজ্জামান বক্তব্য রাখেন।
৩ দিন ২২ ঘন্টা ৩৩ মিনিট আগে
৪ দিন ২৩ ঘন্টা ২২ মিনিট আগে
৪ দিন ২৩ ঘন্টা ৫৮ মিনিট আগে
৫ দিন ১৭ ঘন্টা ৫ মিনিট আগে
৫ দিন ১৯ ঘন্টা ৩৬ মিনিট আগে
৫ দিন ২১ ঘন্টা ২ মিনিট আগে
৮ দিন ১৮ ঘন্টা ২৭ মিনিট আগে
৯ দিন ১৩ ঘন্টা ১৪ মিনিট আগে