নীলফামারীর ডোমার উপজেলায় পাঙ্গা শান্তি নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটক সহ ১৫০ মিটার সীমানা প্রাচীর নির্মাণকাজ শুরু হয়েছে। তবে নিম্নমানের ইট-খোয়া ব্যবহার ও ভিত্তি ঢালাইয়ে কম রড ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিয়েছে এলাকাবাসী।আজ রবিবার (১৮ই ফেব্রুয়ারী) সকাল ১০টায় উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের পাঙ্গা শান্তি নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সীমানা প্রাচীর নির্মাণকাজের ভিত্তি ঢালাই শুরু হলে তা বন্ধ করে দেয় ক্ষুব্ধ এলাকাবাসী।
এলাকাবাসীর অভিযোগ, কাজটিতে নিম্নমানের ইট-খোয়া ব্যবহার সহ ভিত্তি ঢালাইয়ে ১০ মি.মি . রড দেওয়ার কথা থাকলেও ৮ মি.মি . রড ব্যবহার করা হচ্ছে।এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান ভুট্টো জানান, ঠিকাদার মোঃ মটর সাহেবকে অনেকবার ফোন দিয়েছেন তিনি। ব্যস্ততা শেষ করে আসতে চেয়েছেন।বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন ডোমার উপজেলা প্রকৌশলী আবু তৈয়ব মোঃ শামসুজ্জামান।উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পিডিইপি-৪ প্রকল্পের আওতায় মূল ফটক ও সীমানা প্রাচীর নির্মাণকাজের সর্বমোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১৪ লাখ ৬৪ হাজার ৭৪৭ টাকা।
৪ দিন ২ ঘন্টা ১০ মিনিট আগে
৫ দিন ১৪ ঘন্টা ২৪ মিনিট আগে
৭ দিন ২ ঘন্টা ৩৩ মিনিট আগে
১০ দিন ২১ ঘন্টা ৪৯ মিনিট আগে
১১ দিন ৫৩ মিনিট আগে
১১ দিন ১৮ ঘন্টা ৩০ মিনিট আগে
১১ দিন ১৮ ঘন্টা ৪৫ মিনিট আগে
১১ দিন ১৮ ঘন্টা ৫৭ মিনিট আগে