নীলফামারীর ডোমার উপজেলার কাজীরহাট ব্যবসায়ীবৃন্দের উদ্যোগে কাজীরহাট হাফেজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তরবন্দী উপলক্ষ্যে ৬ষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ই ফেব্রুয়ারী) বাদ আসর থেকে উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের কাজীরহাট মাদ্রাসা মাঠে শুরু হওয়া ৬ষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের উদ্বোধন করেন—২নং কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রশিদুল ইসলাম রোমান।
দলিল লেখক ও সমাজসেবক আলহাজ্ব মোঃ আলী আহম্মেদ সরকার মধুর সভাপতিত্বে ও কেতকীবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম বসুনিয়ার পৃষ্ঠপোষকতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক সরকার।
মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে তাফসীর পেশ করেন—রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল জামে মসজিদের খতিব হযরত মাওলানা হাফেজ আব্দুর রশিদ সরকার।
এছাড়া বিশেষ মুফাসসির হিসেবে ইসলামিক আলোচনা করেন—ডোমারের পশ্চিম চিকনমাটি বায়তুল আমান জামে মসজিদের খতিব হযরত মাওলানা মোঃ আব্দুল হামিদ হোসাইনী ও ঢাকার মারকাজুল মা’আরিফ আল ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মুফতি আবু রায়হান (নীলফামারী)।
৪ দিন ২ ঘন্টা ১০ মিনিট আগে
৫ দিন ১৪ ঘন্টা ২৪ মিনিট আগে
৭ দিন ২ ঘন্টা ৩৩ মিনিট আগে
১০ দিন ২১ ঘন্টা ৪৯ মিনিট আগে
১১ দিন ৫৩ মিনিট আগে
১১ দিন ১৮ ঘন্টা ৩০ মিনিট আগে
১১ দিন ১৮ ঘন্টা ৪৫ মিনিট আগে
১১ দিন ১৮ ঘন্টা ৫৭ মিনিট আগে