‘সত্যের সন্ধানে আমরা ঐক্যবদ্ধ’–স্লোগানে নীলফামারীর ডোমারে ‘শালকী নিউজ ২৪’ দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও গুণীজনদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়েছে আজ।
বুধবার (২১শে ফেব্রুয়ারী) রাত ৮টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে শালকী নিউজ ২৪-এর আয়োজনে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ মনছুরুল ইসলাম দানু। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন—সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি।
শালকী নিউজ ২৪-এর সম্পাদক ও প্রকাশক মোঃ আনিছুর রহমান মানিকের সভাপতিত্বে ও ডোমার প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ এমদাদুল হক মাসুমের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল জব্বার, ক্রীড়াবিদ অসিত সাহা, বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম রিমুন, ডোমার সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি মোঃ মিজানুর রহমান সোহাগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মোঃ আল-আমিন রহমান, দৈনিক মানবজমিন প্রতিনিধি মোঃ আব্দুল্লাহ আল মামুন সোহাগ প্রমুখ।
এসময় শালকী নিউজ ২৪-এর উত্তরোত্তর সফলতা কামনা সহ সামাজিক কর্মকাণ্ডে তরুণ সমাজের এগিয়ে আসা ও প্রবীণ সুধীজনদের ঐকান্তিক প্রচেষ্টা রাখার আহ্বান জানান বক্তারা।
পরে, সফল জনপ্রতিনিধি হিসেবে পৌর মেয়র আলহাজ্ব মোঃ মনছুরুল ইসলাম দানু, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হিসেবে বিশেষ অবদান রাখায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় ওসি আবু সাঈদ চৌধুরী, শিক্ষা ক্ষেত্রে অবদান রাখায় অধ্যাপক খায়রুল আলম বাবুল, স্বাধীনতা যুদ্ধে অবদান রাখায় বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরননবী, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইলিয়াস হোসেন, ক্রীড়া ক্ষেত্রে অবদান রাখায় অসিত সাহা, সাংস্কৃতিক অঙ্গনে অবদান রাখায় মোঃ মিজানুর রহমান সোহাগকে গুণীজন সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে বায়ান্নর ভাষা আন্দোলনে নিহত সকল শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে এক মিনিট নীরবতা পালন করা হয়।
৪ দিন ২ ঘন্টা ৭ মিনিট আগে
৫ দিন ১৪ ঘন্টা ২২ মিনিট আগে
৭ দিন ২ ঘন্টা ৩০ মিনিট আগে
১০ দিন ২১ ঘন্টা ৪৬ মিনিট আগে
১১ দিন ৫০ মিনিট আগে
১১ দিন ১৮ ঘন্টা ২৮ মিনিট আগে
১১ দিন ১৮ ঘন্টা ৪২ মিনিট আগে
১১ দিন ১৮ ঘন্টা ৫৪ মিনিট আগে