বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে নীলফামারীর ডোমার বাজারের সাহাপাড়া রোড স্থ পায়েল গার্মেন্টস নামের একটি কাপড়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
বৃহস্পতিবার (২২শে ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১২টার দিকে পৌর শহরের ৩নং ওয়ার্ডের সাহাপাড়া রোড স্থ পায়েল গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। টের পেয়ে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পুরো নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সুত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানটি বন্ধ ছিল। হঠাৎ ধোঁয়া ও আগুনের ফুলকি দেখা যাওয়ায় স্থানীয় ব্যবসায়ীরা মিলে আগুন নেভাতে কাজে লেগে পড়েন। বড় অগ্নিকাণ্ডের ঘটনা না হওয়ায় তেমন একটা ক্ষতি হয়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন এসে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনে।
উল্লেখ্য, সাহাপাড়া রোড স্থ পায়েল গার্মেন্টসটি মোঃ শাহিনুর ইসলাম শাহিনের মালিকানায় চলছে। যা সাজিদ কসমেটিকস এন্ড গিফট কর্ণারের পার্শ্বে অবস্থিত।
৪ দিন ২ ঘন্টা ১০ মিনিট আগে
৫ দিন ১৪ ঘন্টা ২৪ মিনিট আগে
৭ দিন ২ ঘন্টা ৩৩ মিনিট আগে
১০ দিন ২১ ঘন্টা ৪৯ মিনিট আগে
১১ দিন ৫৩ মিনিট আগে
১১ দিন ১৮ ঘন্টা ৩০ মিনিট আগে
১১ দিন ১৮ ঘন্টা ৪৫ মিনিট আগে
১১ দিন ১৮ ঘন্টা ৫৭ মিনিট আগে