চব্বিশের পটপরিবর্তনে ভারত-বিএনপি সম্পর্কের নতুন মোড় ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপের নতুন চমক নেতানিয়াহুকে বন্দি করতে বললেন ইসরায়েলি সেনাপ্রধান লেবু পাতার যত গুণ মাভাবিপ্রবিতে বাংলা নববর্ষে সৃজনশীলতায় সাজানো ব্যতিক্রমধর্মী আয়োজন দ্রুত বিচার ও সংস্কার কার্যক্রম বাস্তবে দেখতে চাই: নাহিদ ইসলাম কেঁপে উঠল যুক্তরাষ্ট্র ইসরায়েলি আগ্রাসনে আরও ৩৯ ফিলিস্তিনির প্রাণহানি শাকিবের ‘তাণ্ডব’ থেকে বাদ ২ নায়িকা, কারণ কী? শার্শায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ পালন ইসলামপুর থানায় বেড়েছে দালাল, ২ দালালকে থানায় প্রবেশ না করতে ওসির হুঁশিয়ারি বর্ষবরণ | বিথী রহমান তাঁরা সবাই আজ মারা গেছে | মোঃ মাজিদুর রহমান শাহীন ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় ডোমারবাসীর বর্ষবরণ সরকারের মূল লক্ষ্য কর্তৃত্ববাদী প্রবণতা যেন ফিরে না আসে’ পলাশে নানা কর্মসূচীর মাধ্যমে পহেলা বৈশাখ বর্ষবরণ উদযাপন ঢাকার আকাশে ব্যতিক্রমী ড্রোন শো খুবিতে নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন ন স্বপ্ন থেমে গেল,কুবির তিন্নি আর নেই দেশে চীনের বিনিয়োগকারীদের এফবিসিসিআই এর পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা প্রদান করা হবে : হাফিজুর রহমান

ছেলের নির্যাতনের অভিযোগে মায়ের সংবাদ সম্মেলন।

 ছেলের নির্যাতনের অভিযোগে মায়ের সংবাদ সম্মেলন।

যে মা-বাবা ছেলেকে বড় করেছে সেই ছেলে আজ মায়ের উপর নির্যাতন করছে। এমনই এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে ফরিদপুর জেলার কানাইপুর উপজেলা ফুরসা গ্রামে মা রাহেলা বেগম (৬৭) এর সঙ্গে।



ফরিদপুর কোট চত্বরে ১৮ অক্টোবর (বুধবার) দুপুর ২ ঘটিকায় মা রাহেলা বেগম (৬৭) ছেলে মোঃ আমির হামজা (৩৩) এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে মা রাহেলা বেগম বলেন আমার ছোট ছেলে আমির হামজা আমাকে মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়। আমি আমার ছোট ছেলে আমির হামজার বিচারের দাবি জানাই।



এ ঘটনা ঘটার পর মা রাহেলা বেগম বাদী হয়ে তার ছোট ছেলে মোঃ আমির হামজা (৩৩) এর বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেছেন।


মামলার এজাহার সূত্রে থেকে জানা যায়, মা রাহেলা বেগম ছেলে আমির হামজা গত ২০ সেপ্টেম্বর আনুমানিক দশটার সময় মা রাহেলার বসতবাড়ির সামনে উঠানে ছেলে আমির হামজা এসে মা রাহেলা বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। তখন মা রাহেলা বেগম প্রতিবাদ করলে আমির হামজার হাতে থাকা লোহার রোড দিয়ে মা রাহেলা বেগমকে হত্যা করার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করিয়া বারি মারিলে উক্ত বারি মা রাহেলা বেগমের ডানহাতে ঠেকাইলে তার কব্জির উপর লাগিয়া গুরুতর হার ভেঙে জখম হয়। ওই সময় তিনি মাটিতে পড়িয়া গেলে ছেলে আমির হামজা এলোপাথারি ভাবে মায়ের উপর রড দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন অংশে জখম হয়। তখন আমির হামজা বসত ঘরে গিয়ে আলমারির মধ্যে থাকা এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ও এক ভরি আট আনা ওজনের এক জোড়া স্বর্ণের কানের টানাসহ দুল এক ভরি আট আনা ওজনের দুইটি স্বর্ণের রুলি সরমোট চার ভরি স্বর্ণালংকার এবং নগদ আশি হাজার টাকা এবং আলমারির মধ্যে থাকা বিভিন্ন প্রকার দলিল দস্তাভেদ ও ব্যাংকের কাগজপত্র নিয়ে চলে যায়। ওই সময় রাহেলা বেগমের চিৎকার শুনে আশেপাশের লোকজন আগাইয়া আসিলে ছেলে আমির হামজা সবাইকে প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়। এমন দাবিতে ফরিদপুর কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। 



এ সময় আমির হামজার বড় ভাই ইব্রাহিম বলেন, আমার ছোট ভাই আমির হামজা ৫-৬ বছর পূর্বে আমার বাবাকে ডাক্তার দেখানোর নাম করে শহরের নিয়ে জালিয়াতি করে ৪৪ শতাংশ মার্কেটের জমি দলিল করিয়া নেন। গত তিন বছর পূর্বে আমির হামজা জমি বিক্রয় করার জন্য কাস্টমার আনে। বিষয়টি বাবা আব্দুল লতিফ বেপারী বুঝতে পেরে আমির হামজা কে বলেন জমি আমার তুমি কিভাবে বিক্রি করবে, পরবর্তীতে আমির হামজা বলেন জমি ছয় বছর আগে আপনি আমাকে দলিল করে দিয়েছেন। তখন বাবা ফরিদপুর জজকোটে আদালতে মামলা দাখিল করেন। সেই মামলা বর্তমানে চলমান। কিন্তু বাবা এখন অসুস্থ ঘরে পড়া প্রায় ছয় মাস। বর্তমানে আমার মা রাহেলা বেগম এই মামলা পরিচালনা করছে। কিন্তু আমার বাবা অসুস্থ হয়ে পড়ার পর। চৌরঙ্গির মোর বাজারে আমার বাবার করা সমস্ত দোকানের ভাড়া আত্মসাৎ করেন এবং আমার মা রাহেলা বেগমকে তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করেন আমির হামজা। বিধায় মা রাহেলা বেগম প্রতিবাদ করতে গেলে আমির হামজা এবং তার স্ত্রী ( ক্যামি) আমার মাকে নির্যাতন করেন। তার হাতে মাথায় আঘাত করে এবং ঘরের ফ্রিজ ভেঙে ফেলেন এমন অবস্থায় মারা হেলা বেগম অতিষ্ঠ হয়ে ফরিদপুর কথাতলী থানায় আমির হামজার নামে মামলা দাখিল করেন। এ মামলায় আমির হামজা গ্রেফতার হয়।

আরও খবর