শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সরকারী নিদের্শ অমান্য করে গারো পাহাড়ের ঝর্ণা থেকে পাথর ও বালু উত্তোলন করায় শফিকুল (২০) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ৫ নভেম্বর রবিবার সকালে উপজেলার আহমদনগর এলাকায় টাস্কফোর্স অভিযান পরিচালনাকালে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর। আদালত সূত্রে জানা যায়, উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ের বন বিভাগের ঝর্ণা থেকে পাথর ও বালু উত্তোলন করা নিষেধ রয়েছে। তবে ওই ব্যক্তি দীর্ঘদিন যাবৎ গোপনে সরকারী নির্দেশনা অমান্য করে গারো পাহাড়ের ঝর্ণা থেকে পাথর ও বালু উত্তোলন করে ট্রলিযোগে বিভিন্ন স্থানে পাচার করে আসছে। এতে বন বিভাগের বিভিন্ন স্থাপনা ক্ষতি সাধন এবং ঝর্ণার ভূ-প্রাকৃতিক পরিবেশ, মৎস্য, জলজ প্রাণী ও উদ্ভিদ বিনষ্ট করার দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ট্রলিটি সরকারী হেফাজতে রয়েছে। এ বিষয়ে ট্রলির মালিক আসামী শফিকুল জানায়, পাথরগুলো নামধারী এক ছাত্রলীগ নেতার। আসামী শফিকুল ঝিনাইগাতী উপজেলার ডেফলাই গ্রামের জাহিদুলের পুত্র।
৩ দিন ১৬ ঘন্টা ২৩ মিনিট আগে
৩ দিন ১৬ ঘন্টা ২৩ মিনিট আগে
৪ দিন ১৫ ঘন্টা ৪৫ মিনিট আগে
৪ দিন ১৭ ঘন্টা ৩০ মিনিট আগে